সিদ্ধিরগঞ্জ এর সরকারী জমি
Install Now
সিদ্ধিরগঞ্জ এর সরকারী জমি
সিদ্ধিরগঞ্জ এর সরকারী জমি

সিদ্ধিরগঞ্জ এর সরকারী জমি

Siddhirgonj39s public lands managed by the revenue circle apps Siddhirgonj

App Size: 2.2M
Release Date: Aug 14, 2017
Price: Free
5.0
6 Ratings
Size
2.2M

Screenshots for App

Mobile
সৃষ্টির আদি হতে আজ পর্যন্ত আমাদের অস্তিত্ব রক্ষার মূল কেন্দ্র ভূমি-আমাদের স্থায়ী ঠিকানা কোনো না কোনো মৌজার সি.এস, এস.এ, আর.এস কিংবা বি.এস দাগ খতিয়ান। আর এই দাগ ক্ষতিয়ান সংরক্ষনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে ভূমি প্রশাসন ব্যবস্থাপনায় নিয়োজিত মাঠ পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সরকারী সম্পত্তি খাস/ভিপি/এপি/সংস্থার অধিগ্রহণকৃত ভূমি যাতে অন্যায়ভাবে দুষ্কিৃতিকারী কিংবা ভূমিদস্যুদের দ্বারা বেদখল না হয়ে যায় তার দেখভাল করার জন্যই আমরা ভূমিতে কর্মরত রাজস্ব কর্মকর্তাগণ নিযুক্ত হয়েছি। কিন্তু পাঁচ শতাধিক বছরেরও অধিক পুরোনো ও ঐতিহ্যবাহী এই ভূমি প্রশাসনে নানা জটিলতা ও সমস্যা বিদ্যমান।
আজও সরকারের খাস খতিয়ান ভূক্ত জমিগুলো সঠিকভাবে সরকারের নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। আজও অর্পিত সম্পত্তি নিয়ে জনগন ও সরকারের মধ্যে অহেতুক জটিলতা ও ভুল বুঝা বুঝির সৃষ্টি হচ্ছে। অধিগ্রহণকৃত ভূমির ক্ষেত্রে প্রত্যাশী সংস্থা তাদের নিয়ন্ত্রনাধীন সঠিকভাবে না ধরে রাখার কারনে বিভিন্ন শ্রেণী স্বার্থান্বেশী মহল অব্যবহৃত ভূমি গুলো দখল করে নিচ্ছে এতে নানাবিধ কলহের সৃষ্টি হচ্ছে।
আর তাই জনগন ও রাষ্ট্রের মধ্যে ভূমি সংক্রান্ত ভুল বুঝা বুঝি দূর করে মৈত্রী বন্ধন গড়ে তুলতে সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল, নারায়ণগঞ্জ তৈরি করেছে “সিদ্ধিরগঞ্জ এর সরকারী সম্পত্তি” নামক এই এ্যাপস্।
এই এ্যাপস্ প্রবর্তনের ফলে সিদ্ধিরগঞ্জে অধিভূক্ত/অন্তভূক্ত সরকারী সম্পত্ত/খাসভূমি, অর্পিত বা অধিগ্রহণকৃত সম্পত্তি সম্পর্কে ডাটাবেজ আকারে তথ্য পাওয়া সম্ভব হবে। ফলে সরকার ও জনগন তার সরকারী স্বার্থ সংশ্লিষ্ট জমি সম্পর্কে অবগত হবেন এবং বেদখলীয় ভূমি উদ্ধার করতে সচেষ্ট হবেন।
একই সাথে সাধারন মানুষ যখন নামজারী, জমাভাগ বা রেকর্ড সংশোধন সংক্রান্ত বিষয়ে সহকারী কমিশনার ভূমি এর অফিসে এসে সমাধান চাইবেন তখন এই এ্যাপস্ এর দ্বারা নির্ধারিত ম্যেজার নিদিষ্ট দাগ বাছাই করে ঐ দাগের বিষয়ে যাচাই বাছাই করে সরকারী স্বার্থ উক্ত জমিতে আছে কিনা তা নিশ্চিত হয়ে উক্ত সেবা গ্রহীতাকে যথাযথ ভূমি সেবা পৌছে দেওয়া সম্ভব হবে।
একইসাথে সাধারন মানুষও জমি ক্রয়ের ক্ষেত্রে তার পছন্দকৃত জমিটি সরকারের খাস/ভিপি/এপি/সংস্থার অধিগ্রহণকৃত কিনা সে বিষয়ে অবগত হতে পারছেন। যার দরুন তারা দালাল চক্রের সিকার হয়ে নিজের সারাজীবনের পুঁজি/সঞ্চয় হারানোর প্রবনতা ক্রমশই হ্রাস পাবে।

এ্যাপ্লিকেশনটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং অ্যাপ্লিকেশন ব্যবহারকারী তার স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ চালু করা মাত্রই এ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে। আগ্রহী ব্যবহারকারীগণ এন্ড্রয়েডভিত্তিক গুগল প্লে স্টোরসহ জেলা ও উপজেলা পোর্টাল এবং ফেইসবুক পেইজ থেকে এ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

এন্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে মেন্যু থেকে “সিদ্ধিরগঞ্জ এর সরকারী জমি” আইকনে স্পর্শ করলে এ্যাপটি চালু হবে।
এ্যাপটির হোম পেইজের “সরকারী জমি সনাক্তকরণ” অথবা স্টার্ট বাটন থেকে “সরকারী জমি সনাক্তকরণ” অপশনে স্পর্শ করলে ইনপুট পেইজটি প্রদর্শিত হবে। ইনপুট পেইজে ইউনিয়নের নাম, মৌজার নাম ও রেকর্ড নির্বাচন করুন।

এবার “দাগ নং” এর টেক্সট বক্সে স্পর্শ করলে প্রদর্শিত কী-প্যাডে দাগ নম্বর টাইপ করে “Done” চাপুন। সকল তথ্য ঠিক থাকলে “যাচাই করুন” বাটনে স্পর্শ করতে হবে।

ফলে স্বয়ংক্রিয়ভাবে কাঙ্ক্ষিত জমি চাহিত রেকর্ডে কোন্ শ্রেণি হিসেবে উল্লিখিত আছে এবং জমিটি খাস, ভিপি, এপি বা সংস্থা তালিকাভুক্ত কিনা এসকল তথ্য ডিসপ্লে স্ক্রিনে প্রদর্শন করবে। উল্লেখ্য, বাটা দাগের ক্ষেত্রে মূল দাগ ও বাটা দাগের মাঝখানে “/” চিহ্নটি ব্যবহার করতে হবে।

অংশ দাগ গুলো নিয়ে যে কোন সমস্যায় সরাসরী সহকারী কমিশনার (ভূমি) অফিস এ যোগাযোগ করার অনুরুধ করা হচ্ছে।
Show More
Show Less
More Information about: সিদ্ধিরগঞ্জ এর সরকারী জমি
Price: Free
Version: 1.2
Downloads: 100
Compatibility: Android 4.0 and up
Bundle Id: com.dhdel.land.sidhirgonj
Size: 2.2M
Last Update: Aug 14, 2017
Content Rating: Everyone
Release Date: Aug 14, 2017
Content Rating: Everyone
Developer: Codex Software Solution Ltd


Whatsapp
Vkontakte
Telegram
Reddit
Pinterest
Linkedin
Hide