এখন ডাক্তারের সাথে রোগীর দূরত্ব শুধুমাত্র একটা ডায়ালের। প্রত্যন্ত এলাকা ও গ্রামে ঘরে বসেই চিকিৎসকের সিরিয়াল ও পরামর্শ পাচ্ছেন রোগীরা, ডাক্তার সিরিয়াল ডটকম প্ল্যাটফর্মের মাধ্যমে। মোটকথা, ডাক্তার সিরিয়াল ডটকম অ্যাপ এর মাধ্যমে দেশের যেকোনো জায়গা থেকে পৌঁছে যাওয়া যাচ্ছে চিকিৎসদের কাছে। দ্বিধা ও অপেক্ষা আর নয়। রোগীর সব চাওয়া ও চিকিৎসা সেবা আরও সহজ করতে নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে ডাক্তার সিরিয়াল ডটকম অ্যাপ।
Best Place for Doctor Serial in Bangladesh : Dr Serial - ডাক্তার সিরিয়াল