ভেষজ চিকিৎসা প্রচলিত ছিল অনেক আগে।আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রসারের কারনে একটু মলিন হয়েছিল।এখন অল্টারনেটিভ মেডেসিন হিশাবে আবার এর আবির্ভাব হয়েছে।অসুখ বিসুখ তো প্রত্যেকদিন লেগে আছে কারো না কারো।কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি দরকার।