বিবাহিত জীবনে বিচ্ছেদের অন্যতম কারণসমূহের মধ্যে রয়েছে যৌতুক, পরকীয়া, নির্যাতন ও আকাশ সংস্কৃতি। তবে একটি জরিপ সংস্থা প্রকাশ করছে, বিদেশে অবস্থানরত অনেক পুরুষ তাদের স্ত্রীকে দীর্ঘদিন দেশে রেখে যাওয়ায় স্ত্রীরা জৈবিক খোরাক নিবারণের জন্য পুরুষ বন্ধু বেছে নিচ্ছে। তথ্য বলছে, শতকরা ৪৩ ভাগ বিবাহিত নারী পরকীয়ায় জড়িয়ে পড়ছেন। তার অন্যতম কারণ স্বামীর চাকরি, ব্যবসা বা অন্য কাজে গড়ে বছরের ১০ থেকে ১১ মাস ঘরের বাইরে থাকা। ফলে বিদেশে বসেই অনেক পুরুষ তার দেশে থাকা স্ত্রীকে তালাক দিতে চায়। এ ক্ষেত্রে বাঁধে নানা বিপত্তি। এখন জেনে নেয়া যাক বিদেশ থেকে কিভাবে স্ত্রীকে তালাক প্রদান করা যায়।