আল-কুরআন বিশ্বে সর্বাধিক পঠিত বই', আবার অর্থ না বুঝে পঠিত বইয়ের তালিকায়ও এটি এক নাম্বারে ! আলহামদুলিল্লাহ্, আল্লাহ্ রাহমানির রাহিম (পরম করুণাময়, অসীম দয়ালু), অর্থ না বুঝে পড়লেও এই বই পড়ার পুরস্কার থেকে আমাদের বঞ্চিত করেন না। কিন্তু, অর্থ বুঝে কুরআন পড়া আর না বুঝে পড়া কি এক হল?
আল্লাহ্ কুরআন আরবি ভাষায় নাযিল করেছেন। যদিও বাংলা ভাষায় অনেক অনুবাদ পাওয়া যায় কিন্তু কোন অনুবাদকেও মূল কুরআনের সমতুল্য বলা যাবে না। কবি জসীম উদ্দীনের নকশী কাঁথার মাঠ এর ইংরেজী অনুবাদ The Field of Embroidered Quilt পড়ে কি কখনও মূল বাংলা ভাষার মাধুর্য অনুধাবন করা যাবে? অনুরূপ ভাবে কুরআনের ভাষার মাধুর্য অনুধাবন করতে হলে কুরআনের ভাষাতেই কুরআন বুঝা উচিত । আর বোঝার জন্যে আল্লাহ্তো কুরআনকে সহজ করে নাযিল করেছেন, আলহামদুলিল্লাহ্ ।
তাই চলুন কুরআনকে কুরআনের ভাষাতেই বুঝার চেষ্টা করি। সেটা শুরু হোক আজ থেকেই। চিন্তা করে দেখুনতো ইংরেজি ভাষা শিখার জন্য স্কুল জীবন থেকে শুরু করে আজ অবধি আমরা কত সময়, কত শ্রম দিয়েছি। আর যে ভাষা হবে আখিরাতের অনন্ত জীবনের ভাষা, যে ভাষায় আল্লাহ্ আমাদেরকে নবীর মাধ্যমে বার্তা পাঠিয়েছেন সেই কুরআনের ভাষার জন্য কতটুকু শ্রম ও সময় দিয়েছি ? কোন মুখ নিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াব ?
এই বইয়ে আমরা সহজ ভাবে অর্থ বুঝে কুরআন পড়ার কৌশল জানব, ইনশা আল্লাহ।