আমাদের ইসলাম ধর্ম - ইসলাম ধর্ম সম্পর্কে জানুন।
হ্যাঁ। ইসলাম শব্দের অর্থ সমর্পণ আর মুসলিম শব্দের অর্থ সমর্পণকারী। এটি একটি চূড়ান্ত একেশ্বরবাদী ধর্ম। অর্থাৎ এখানে এক ইশ্বর সব সৃষ্টি করেছেন। তিনি যা ইচ্ছা করেন তাই হয়৷ তার কোন শেষ নেই, শুরুও নেই। তিনি অসীম ক্ষমতাশালী, তিনিই পালন কর্তা। এদিক দিয়ে ইহুদি ধর্ম ইসলামের সব থেকে কাছাকাছি। এই এক ইশ্বরের কাছে যিনি নিজেকে সঁপে দেন তিনিই মুসলিম। সমর্পণ করার অর্থ হচ্ছে তার আদেশ নিষেধ মেনে চলা। মানুষকে এই আদেশ নিষেধ জানানোর জন্য প্রেরণ করা হয় নবী ও রাসূল। ইসলাম ধর্ম অনুসারে পৃথিবীর সকল মানব সমাজে অগণিত নবী প্রেরণ করা হয়েছে। নবী হচ্ছেন তিনি যিনি একেশ্বরের দিকে লোককে ডাকেন। আর রাসুল হচ্ছেন সেইসব নবী যাদের ওপর কিতাব বা বই নাজিল হয়েছে। যেমন মুসা (আ), ইসা (আ), দাউদ (আ) ও মুহাম্মদ (সা)। এই সব নবী রাসূল মানুষকে সতর্ক করেছেন। এবং মৃত্যুর পর বিচার দিবসে পৃথিবীর সকল মানুষকে পুনরায় উত্থিত করে তাদের কাজের হিসাব চাওয়া হবে যে তারা সেই অনুসারে কাজ করেছে কি না৷ প্রতি ১০০০ জনের মধ্যে ৯৯৯ জন দোজখে যাবে ও ১ জন বেহেশতে যাবে। মূলত এটা আদমের সন্তানদের পরীক্ষা, আদম যিনি প্রথম মানুষ তিনি শয়তানের প্ররোচনায় আল্লাহর নির্দেশ ভঙ্গ করেন এবং শাস্তি হিসেবে তাকে পৃথিবীতে নামিয়ে দেয়া হয়। তিনি ও তার সন্তানদের জন্য এটাই পরীক্ষা যে শয়তান তাদের কে আল্লাহর নির্দেশ ভুলিয়ে দিতে চাইবে এবং যারা এই পথে পা দেবেনা তাদের পুরস্কার হিসেবে জান্নাতে ফেরত আনা হবে। এক এক নবী রাসূলকে একেক সময়ের জন্য পাঠানো হয়েছে। মুহম্মদ সা এর বিশেষত্ব হল তিনি শেষ নবি ও রাসুল। কারণ তার কাছে আসা আদেশ নিষেধ যা কুরআন নামে পরিচিত এটা কেয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে বলে আল্লাহ কুরআনে বলেছেন তাই নতুন করে কারোর আসার প্রয়োজন হবে না। তবে কেয়ামতের আগে নবী ইসা (আ) ফেরত আসবেন। তবে তিনি মুহাম্মদ (সা) এর উম্মত হিসেবে আসবেন, নবি হিসেবে নয়।