গোপাল ভাঁড়ের জন্ম হয় অষ্টাদশ শতাব্দীতে কৃষ্ণনগরের অনতিদূরে ঘূর্ণিগ্রামে। গোপাল ছিলেন জাতিতে নাপিত। গোপাল ছোটবেলা থেকেই খুব চালাক চতুর ছিলেন। নাপিত গোপালের মধ্যে উপস্থিত বুদ্ধি ও তীক্ষ্ চাতুর্যতার খবর পেয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজসভায় গোপালকে স্থান দিয়েছিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় বহু জ্ঞানীগুণী পন্ডিত, কবি, গায়ক অনেকেই ছিলেন। গোপাল সামান্য শিক্ষিত হয়েও নিজের বুদ্ধির দাঁড়ায় এই মহা জ্ঞানী গুণী পণ্ডিতদের মধ্যে তিনিও একটা স্থান করে নিয়েছিলেন। গোপালের হাস্যরসের গল্প বলি শিক্ষিত অশিক্ষিত কিশোর কিশোরী বৃদ্ধ-বৃদ্ধা সকলেই তার গল্পগুলি মন্ত্রমুগ্ধের মতো পড়েন।
আমাদের এই প্রয়াস যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয় তবেই আমাদের সব সঠিক বলে মনে করব। আমাদের এই অ্যাপটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আপনারা মতামত প্রকাশ করতে ভুলবেন না। আমাদের সঠিক কমেন্ট এবং রেটিং দিয়ে উৎসাহিত করবেন।