শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারা ছোট থেকে যেভাবে শিক্ষা পাবে বড় হয়ে তারা সেভাবেই জীবনের পথে অগ্রসর হবে। তাদের মন ফুলের পাপড়ির মত। তারা আঘাত সহ্য করতে পারে না। সব সময় যেন এক স্বপ্ন জগতের মধ্যে বাস করে। তারা যেন এক অবাস্তব জগতের বাসিন্দা।
কিন্তু একসময় সেই শিশু আস্তে আস্তে বড় হয়। জীবনে আসে নানা ঘাত-প্রতিঘাত। এই আঘাত সহ্য করার জন্য জীবনে প্রয়োজন হয় পরে নীতিশিক্ষার। এই নীতি শিক্ষা তাদের চলার পথকে আরও মসৃণ করে। কোন মানুষ নীতিনিষ্ঠ হলে সে সঠিক মানুষ বলে গণ্য হয়।
আমাদের এই প্রয়াস যদি ছোটদের কাছে গ্রহণযোগ্য হয় তবেই আমাদের সব সঠিক বলে মনে করব। আমাদের এই অ্যাপটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আপনারা মতামত প্রকাশ করতে ভুলবেন না। আমাদের সঠিক কমেন্ট এবং রেটিং দিয়ে উৎসাহিত করবেন।