প্রতি বছর চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। ২০০১-২০০২ অর্থ বছরে চিংড়ি রপ্তানি থেকে প্রায় ২০০০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে। বর্তমানে প্রায় ১ লক্ষ ৫০ হাজার হেক্টর জমিতে চিংড়ি চাষ হচ্ছে এবং উৎপাদিত চিংড়ির শতকরা ৮০ ভাগ বাগদা এবং ২০ ভাগ মিঠা পানির গলদা। সাম্প্রতিক বছর গুলোতে বাগদা চিংড়ি চাষে হোয়াইট স্পট বা চাইনা ভাইরাসরোগ মারাত্নক বিপর্যয় বয়ে আনছে।
আপনি যদি এই অ্যাপটি ভাল বলে মনে করেন তবে দয়া করে 5 ষ্টার দিয়ে এবং ভাল রিউউটি ভুলে যাবেন না,এবং আমাদের অ্যাপটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
IMPORTANT NOTE :-
চিংড়ির রোগ-প্রতিকার ও প্রতিরোধ,this application copyright from bd government site,this is not government application,
Source- Data taken from:- http://www.ais.gov.bd/
মেইল :-
[email protected]
ধন্যবাদ ।