জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজরিত ঐতিহ্যবাহী ত্রিশাল উপজেলার দরিরামপুরে ১৯৬৭ সালে "নজরুল কলেজ ত্রিশাল" নামে এ শিক্ষাপ্রতিষ্ঠানটির জন্ম। ময়মনসিংহ জেলা সদরের বাইরে সে সময়ে প্রতিষ্ঠিত এটিই একমাত্র উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্রোহী কবির পূণ্য স্মৃতির প্রতি ত্রিশালবাসীর অপরিসীম শ্রদ্ধা ও ভালোভাসার এক অনন্য নিদর্শন নজরুল কলেজ। ১৯৭০ সালে কলেজটি (ডিগ্রি) স্নাতক পর্যায়ে উন্নীত হয় এবং আদর্শ উদ্দেশ্যের পথে একনিষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যে অবস্থান সু-দৃঢ় করেছে।
বাংলাদেশ সরকার ২০১৬ সালে প্রতি উপজেলায় কমপক্ষে একটি করে সরকারি কলেজ প্রতিষ্ঠা করার ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২৭১টি কলেজকে সরকারিকরণের চূড়ান্ত অনুমোদন দেন। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এই কলেজসহ সারাদেশে ২৭১টি কলেজ সরকারিকরণ করা হয়েছে। সরকারিকরণের জন্য বর্তমানে "সরকারি নজরুল কলেজ" নামে কলেজের নামকরণ করা হয়েছে।
আর সেই কলেজের নামেই আমাদের এই অ্যাপটির নামকরন করেছি । এবং আমাদের এই অ্যাপটি শুধুমাত্র "সরকারি নজরুল কলেজ" এর স্টুডেন্টসদের উদ্দেশ্য করেই তৈরি করা হয়েছে । তবে অন্যান্য কলেজের স্টুডেন্টসরাও আমাদের এই অ্যাপটি ব্যবহার করতে পারবে । অ্যাপটি সবার জন্যই উন্মুক্ত রয়েছে । আমাদের এই অ্যাপে কলেজের বিভিন্ন নোটিশ, অনলাইন ভিডিও ক্লাস, বিভিন্ন ক্যাম্পেইন, বিভিন্ন স্থির চিত্র সহ আরও নানান রকম তথ্য দিয়ে আমরা আমাদের এই অ্যাপটি সাজিয়েছি । ভবিষ্যতে এই অ্যাপে আরও অনেক কিছুই আপডেট হবে এবং যুক্ত হবে আরও নতুন তথ্য । তাই যারা আমাদের এই অ্যাপটি ব্যবহার করবেন তারা অবশ্যই নতুন আপডেট আসার পর আপনার ফোনে আমাদের এই অ্যাপটি আপডেট দিয়ে নিবেন ।
আমাদের অ্যাপটি ভালো লাগলে রিভিউ করে ৫ স্টার দিন। ধন্যবাদ