আমেরিকায় যেসব বাঙালি বাচ্চা জন্মায়, তাদের ভাষা বিভ্রাট নিয়ে প্রায়শই নানা সমস্যার মধ্যে পড়তে হয় অভিভাবকদের। বাসার ভেতর মা-বাবা বাংলা ও ইংরেজির সংমিশ্রণে বাংলিশ ভাষায় কথা বলছেন, আর বাইরে স্কুল থেকে শুরু করে সবখানেই চলছে ইংরেজি ভাষা। বেশির ভাগ বাচ্চার অভিভাবক বাসায় অবসর সময়ে হিন্দি গান, হিন্দি সিরিয়াল ও মুভিতে বুঁদ হয়ে থাকেন। অভিভাবকদের সঙ্গে বাচ্চারাও সেটা সমানতালে উপভোগ করে। ফলে বাচ্চারা এখন বাংলা, তখন ইংরেজি নয় তো হিন্দি—এই তিন ভাষার মারপ্যাঁচে পড়ে সঠিকভাবে কোনো ভাষাই প্রথম দিকে রপ্ত করতে পারে না।