‘ক’ বর্ণের শব্দের খোঁজে ২০ বছর
☰
ঢাকা, ২৭ নভেম্বর ২০২১, শনিবার , ১৩ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ, ২১ রবিউস সানি ১৪৪৩ হিঃ
ইসমোনাকের অভিনব উদ্ভাবন
‘ক’ বর্ণের শব্দের খোঁজে ২০ বছর
এক্সক্লুসিভ
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
২৩ জানুয়ারি ২০২১, শনিবার
‘কেষ্টর কাকিমা কুসুমকলি, কঠিন কণ্ঠে কাঁদতে কাঁদতে, কনফারেন্সের কবিদের কইলেন, কবিগণ কর্ণপাত করুন, কর্ণপাত করুন কবিগণ, কেষ্ট কথা কইবেনা, কুপোকাত করেছে কেষ্ট, কেষ্ট কুপোকাত করেছে, কেষ্ট করুণাময়ীর কাছে কাল কাটাচ্ছে, করুণাময়ীর কাছে কাল কাটালে, কেউ কখনো কথা কয় না’- ‘ক’ বর্ণ দিয়ে তৈরি সব শব্দেই এগিয়েছে গল্প। ২৭ হাজার এমন শব্দে রচিত ৩টি বই। ‘ক’ দিয়ে তৈরি শব্দের খোঁজে লেখক ব্যতিব্যস্ত ছিলেন ২০ বছর। বিভিন্ন পাঠাগারে গিয়েছেন, নানা রকম বই-পুস্তক পড়ে ‘ক’ বর্ণ দিয়ে তৈরি প্রায় আড়াই লাখ শব্দ সংগ্রহ করেছেন। গল্পের শেষে প্রধান চরিত্রের মৃত্যু হবে। কিন্তু ‘ক’ দিয়ে এ রকম কোনো শব্দ মেলাতে পারছিলেন না। এর সমার্থক একটি শব্দ খুঁজেছেন ৮ মাস। সংসার ভেঙেছে এ কারণেই তার।
আরো নানা প্রতিকূল অবস্থার মুখোমুখি হন। কিন্তু হাল ছাড়েন নি। অবশেষে সফল হয়েছেন ভিন্ন মাত্রার এক বই রচনায়। অভিনব এ বইয়ের উদ্ভাবক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের এস,এম নাজমুল কবির ইকবাল। ছদ্মনাম ইসমোনাক। ২০১০ সালে বের হয় ইসমোনাকের প্রথম বই ‘কেষ্ট কবির কষ্টগুলো’। ‘ক’ বর্ণের সাত হাজার শব্দ দিয়ে লিখেছেন তিনি এই বইটি। এরপর ২০১৩ সালে ‘কেষ্ট কবির কনফারেন্স’। এটিও ‘ক’ বর্ণের ১০ হাজার শব্দে সাজানো। সর্বশেষ ২০১৬ সালে ‘ক’ বর্ণের ১০ হাজার শব্দের ‘কেষ্ট কবি’ প্রকাশিত হয়। ইসমোনাক বলেন, বাংলা সাহিত্যে ‘ক’ বর্ণের শব্দ বেশি এবং এই বর্ণ দিয়ে সহজেই শব্দ তৈরি করা হয়। সে কারণে ‘ক’ বর্ণকেই বেছে নিয়েছি। তবে আট মাস অনুসন্ধান করেও ‘ক’ দিয়ে তৈরি মৃত্যু শব্দের কোনো সমার্থক শব্দ পাইনি। মৃত্যুর কাছাকাছি শব্দ কতল বা কুপোকাত (পরাস্ত হয়ে যাওয়া) পেয়েছি। তাই কুপোকাত শব্দটি ব্যবহার করেছি। ‘ক’ নিয়ে ধ্যান-জ্ঞান করছেন তিনি ২০ বছর ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠাগার, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, শিল্পকলা একাডেমি লাইব্রেরি, বাংলা একাডেমি লাইব্রেরি, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি লাইব্রেরি ও ঢাকা ক্লাব প্রাইভেট লিমিটেড লাইব্রেরিতে অনেক সময় কাটিয়েছেন। করেছেন সাহিত্য চর্চা। এই সময়ে ‘ক’ বর্ণ দিয়ে প্রায় আড়াই লাখ শব্দ সংগ্রহ করেন।