আস্সালামু আলাইকুম | আলহামদুলিল্লাহ, সেই আল্লাহর দরবারে লাখো কোটি সিজদা ও শুকরিয়া যিনি বহু প্রতীক্ষার পর একটি দোয়া ও যিকিরের আ্যাপ তৈরি করার তৌফিক দিয়েছেন | অজস্র দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)- এর উপর | বেশ অনেক দিন পর আমি আপনাদের সামনে উন্মক্ত করলাম এক নতুন দিগন্ত | প্রায় 22 টি ছোট ছোট দোয়া ও যিকির এর সমন্বয়ে গঠিত করলাম একটি আ্যাপস | প্রায় প্রতিটিরি আরবী-বাংলা উচ্চারণ,অর্থ ও ফজিলত এবং উহার হাওয়ালা (দলিল) সহ পেশ করার চেষ্টা করেছি |
এবং আরো কিছু দোয়া ও যিকির এ্যাড করার ইচ্ছা পোষন করছি | আমি আপ্রাণ চেষ্টা করেছি ভুল-ভ্রান্তি এড়িয়ে শুদ্ধ একটি আ্যাপস্ তৈরি করার | কিন্তু পড়তে পড়তে যদি কোন ভুল অর্থাৎ অনুবাদ জনিত ত্রুটি, বানান ভুল, হাদীসের মান ভুল ইত্যাদি যে কোন ধরনের ভুল আপনাদের চোখে ধরা পড়ে তাহলে সাথে সাথে কমেন্ট করে বা রিপোর্ট করে দিবেন | আমি আমার সম্পূর্ণ ডাটাবেস পুনরায় সংশধণ করিব ইংশাআল্লাহ, যা সময় সাপেক্ষ ব্যাপার | আর তা সম্ভব আপনাদের সহযগীতায় | আপনাদের কাছে আ্যপটি ভালো লাগলে সবার কাছে পৌঁছে দিন, অনলাইনে আ্যাপ নিয়ে পোস্ট দিন, বিভিন্ন পোস্টের কমেন্টে আ্যাপেসের লিঙ্ক শেয়ার করুন | পরিশেষে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই কাজটি দয়া করে কবুল করে নেন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন |