‘এসে গেছে দাজ্জাল!’- এ্যাপটি দাজ্জালের উপর লেখা কোন গতানুগতিক এ্যাপ নয়। এটি কোরান, হাদীস, বাইবেল ও বিজ্ঞানের আলোকে রচিত বহু দুর্লভ তথ্য-সমৃদ্ধ একটি এ্যাপ। শেষ রসুলের ভবিষ্যদ্বাণীমতে সহস্র সহস্র বর্ষব্যাপী মানব অধ্যুষিত পৃথিবীর আখেরী যমানায় বিরাট এক ঘোড়ায় চোড়ে আল্লাহর সার্বভৌমত্ব হরণকারী এক মহাশক্তিধর এক চক্ষু বিশিষ্ট দানব দাজ্জালের আবির্ভাব ঘোটবে যার পদতলে সমগ্র মোসলেম বিশ্বের করুণ পরিণতি নেমে আসবে। এমন পরাশক্তিধর দাজ্জালের পরিচিতিমূলক অসংখ্য হাদীসের রূপক বর্ণনা থেকে আল্লাহর অশেষ রহমতে হেযবুত তওহীদের ইমাম , ‘দাজ্জাল (Dajjal) ? ইহুদী-খৃষ্টান সভ্যতা!’ গ্রন্থের লেখক মোহাম্মদ বায়াজীদ খান পন্নী প্রমাণ কোরতে সক্ষম হোয়েছেন যে দাজ্জাল (Dajjal) কোন রূপকথার দৈত্য নয় বরং বর্ত্তমান বস্তুবাদী ইহুদী-খৃষ্টান যান্ত্রিক সভ্যতাই হোচ্ছে রসুল বর্ণিত সেই দানব দাজ্জাল (Dajjal) (The Dajjal), বাইবেলে যাকে Anti-Crist হিসাবে উল্লেখ করা হোয়েছে।
আল্লাহর রসুল দাজ্জালের আবির্ভাবকে আদমের সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত সবচাইতে বৃহৎ ও সংকটজনক ঘটনা বোলে উল্লেখ কোরেছেন এবং এর থেকে তিনি স্বয়ং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কোরেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হোচ্ছে এই জাতির আলেম সমপ্রদায় সেই মহাগুরুত্বপূর্ণ দাজ্জালের ব্যাপারে আশ্চর্য্যরকম নির্বিকার। এই মহা প্রয়োজনীয় ব্যাপারটাকে বোঝার জন্য যতটুকু শ্রম দিয়েছেন তার চেয়ে লক্ষ গুণ বেশী শ্রম ও সময় দিয়েছেন দাড়ি-মোছ, টুপি-পাগড়ী, পাজামা, মেসওয়াক, কুলুখ আর বিবি তালাকের মত তুচ্ছ ফতওয়ার বিশ্লেষণে। ফলে তাদের অজ্ঞাতেই মোসলেম উম্মাহর মহাবিপদের সংকেত বাজিয়ে ৪৭৪ বছর আগেই দাজ্জাল (Dajjal) জন্মগ্রহণ কোরেছে। সে তার শৈশব কৈশোর পার হোয়ে বর্ত্তমানে যৌবনে উপনীত হোয়েছে এবং দোর্দণ্ড প্রতাপে সারা পৃথিবীকে তার পায়ের নিচে পদদলিত কোরে চোলেছে; আজ সমস্ত পৃথিবীসহ মোসলেম বোলে পরিচিত জাতিটিও দাজ্জাল (Dajjal) অর্থাৎ ইহুদী-খৃষ্টান যান্ত্রিক সভ্যতাকে তার রব, প্রভূ বোলে মেনে নিয়ে তার পায়ে সাজদায় পোড়ে আছে।
পৃথিবীর এই চরম ক্রান্তিলগ্নে হেযবুত তওহীদের ইমাম দলমত নির্বিশেষে সমগ্র মানবজাতিকে আহ্বান কোরছেন আল্লাহর সার্বভৌমত্ব হরণকারী এই দানবকে প্রতিহত কোরে আল্লাহ প্রদত্ত “এক অনন্য সুযোগ” গ্রহণ কোরে বদর ও ওহুদের দুই যুদ্ধের শহীদদের সম্মিলিত সম্মান ও পুরস্কার লাভ করার জন্য। তাই মানবজাতির মুক্তির লক্ষ্যেই এই এ্যাপটির প্রচার ও প্রসার অপরিহার্য্য হোয়ে উঠেছে। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক এই এ্যাপের দ্বারা দাজ্জালের স্বরূপ উন্মোচনের মাধ্যমে পথহারা বিভ্রান্ত, তেহাত্তর ফেরকায় বিভক্ত এই মোসলেম জনসংখ্যাকে দাজ্জালের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার পথ দেখাবেন। "