৬০ দিনে সহজে ইংরেজি বলার সহজ কোর্সটির  
                          *নতুন সংস্করন সম্বন্ধীয় বক্তব্য*
আপনাদের প্রিয় ৬০ দিনে সহজে ইংরেজি বলার কার্যকর কোর্স  এর প্রথম সংস্করন এখন আপনাদের হাতে। এই ২য় সংস্করন  তৈরি করতে  আমরা হাজার হাজার লোকের সঙ্গে কথাবার্তা, মেলামেশা, চলাচল করেছি । তাদের সমস্যা গূলো কে  সম্যকভাবে বুঝে অথবা, ইংরেজি  ভাষা সম্বন্ধীয় বিষয় গুলো অনুধাবন করে এবং তাদের মূল্যবান  পরামর্শ নিয়েই আমাদের এই প্রয়াস। 
আমাদের উদ্দেশ্য শুধু বর্তমান নয়, হয়ত আগামী শতকের দিকে দৃষ্টি রেখে সন্নিবদ্ধ করার চেষ্টা করেছি। বিষয় সুচি এই  প্রথম সংস্করনে। আমরা বিশেষ ভাবে দৃর্ষ্টি দিয়েছি। এমন বার্তালাপ গুলোতে, যেটা সামাজিক এবং ব্যক্তিগত পরিপেক্ষিতে জীবীকার সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িত। এভাবে সাধারণ গৃহিণী থেকে শুরু করে, স্কুল কলেজের ছাত্র -ছাত্রী প্রকাশনী জীবীকার সাধারণত যুবকবর্গ, দোকানদার, ক্রেতা, স্টেনোগ্রাফার, অফিসার  থেকে শুরু করে নিম্ন শ্রেণী পর্যন্ত সমানভাবে উপকৃত হবেন। 
এই apps টি পড়ার পর নির্দেশ অনুযায়ী যদি আপনি এভাবে আস্তে আস্তে আপনার  উচ্চারনের অভ্যাস বজায়  রাখেন তাহলে আপনি ইংরেজি উচ্চারন শীঘ্রই খুব সুন্দর ভাবে করতে পারবেন। 
পরিশেষে, আপনাদের  সকলের সফল ভবিষ্যতের শুভ কামনা করছি।  
                                                                                প্রকাশক 
                                                                ICT CENTER
৬০ দিনে সহজে ইংরেজি বলার কার্যকর কোর্স “ এর  বৈশিষ্ট
•	৬০ দিনে সহজে ইংরেজি বলার কার্যকর কোর্সটি খুব তাড়াতাড়ি নিজে নিজেই নিত্য ব্যবহারের সর্বদা বলার কথা গুলো সারিবব্ধ কায়দায় পড় বার সময় শেখার ও বুঝার সহজ সুগম পদ্ধতী -------
•	পাঠ্যক্রমে, সর্বদা কথাবার্তায় ব্যবহৃত, প্রায় ২৫০০ বাছাই করা শব্দ বাক্যে প্রয়োগ  করে বোঝানো হয়েছে যাতে ধারা-প্রবাহের মতো ইংরেজি  বলার মধ্যে বাধকতা নষ্ট হয়ে যায়।
•	মাত্র ৬০ দিনে ইংরেজি ব্যবহারিক জ্ঞানদায়ী সরল পাঠ এতে এমনভাবে বুঝিয়ে পরিবেশিত হয়েছে, যে ইংরেজি বলার সূত্রপাত  কোনো শিক্ষকের  সাহায্যে ব্যাতিরেকে  অতি  অনায়সে লব্ধ হতে পারে। 
•	এই পাঠ্য ক্রমের অধ্যায় গুলো পড়তে পড়তেই ইংরেজির তাবৎ দরকারী ব্যকরন আপনা থেকেই বুঝতে পারা যায়। তার পর ইংরেজি পড়তে শিখলে ও বলতে কোন অসুবিধা কিংবা ক্রুটি হবার সম্ভাবনা থাকেনা।  
•	ইংরেজি কথোপকথনের সাধারণ ভাবে প্রযুক্ত হবার যোগ্য কম করে ৫০ টি তোফা তোফা প্রসঙ্গে-উদাহরণু স্বরূপঃ অতিথী এলে, বাস স্টপে, রেলের প্লাটফরমে, ছেলে-মেয়েতে কথাবার্তা, আদানপ্রদান এবং ব্যবসা সম্পর্কিত আলাপ আলোচনা, স্বীকৃতি, হুকুম-অনুরোধ, মাফ চাওয়া, ঘরে বাহিরে প্রযুক্ত কথাবার্তা, চাকর মুনিবের মধ্যে কথা ইত্যাদি।
•	বাগধারা, চলতি কথা, ছড়া, নীতি বাক্য প্রকৃতি দৈনন্দিন ব্যবহার বাক্যে প্রয়োগ পদ্ধতি।
•	পরিশিষ্টে ইংরেজি শব্দ তৈরি, যতি চিহ্ন দেওয়া, শব্দের সংক্ষিপ্ত রুপের অবগতি, সংখ্যায় এবং গননা, গ্রিক,  ফরাসি, ল্যাটিন, জার্মান ইত্যাদি।বিদেশি ভাষা এবং সাধারণ কথাবার্তায় প্রচলিত শব্দের জ্ঞান, অত্যন্ত সরল কায়দায় প্রস্থাপিত করা হয়েছে।