ভাল রেজাল্ট করার জন্য আমরা কতই না পড়াশুনা করি । সত্যিকার অর্থে পড়া মুখস্ত না করে মনে রাখার নানা উপায় জানা থাকলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতা লাভ করা যায় । জীবনের সাফল্য অনেকাংশেই নির্ভর করে ভাল ফলাফল লাভের উপর । আপনি ভাল রেজাল্ট করার জন্য পড়া মুখস্ত করেছেন নাকি না পড়ে পড়া মনে রাখার কৌশল অবলম্বন করেছেন সেটা কারো ভাববার বিষয় নয় । হ্যা প্রার্থমিক পর্যায়ে হয়ত বা পড়া মুখস্ত করে ভাল রেজাল্ট করা সম্ভব । কিন্তু উচ্চতর শিক্ষার ক্ষেত্রে তা একেবারেই অকল্পনীয় । বড় পর্যায়ে তো কথাই নেই । তাই এসএসসি, এইচএসসি, উচ্চ পর্যায়ে পড়া মনে রাখার কৌশল অবলম্বন করলে ভাল ফলাফলের সাথে পড়াশুনা দ্বারা জ্ঞান লাভ করাও যায় ।
পড়ালেখা বা পড়াশুনা নিত্যান্তই মজার একটি কাজ আবার অনেকের কাছেই খুবই বিরক্তিকর । এটা সম্পূর্নটাই নির্ভর করে ছাত্রছাত্রীর নিজের উপর । পড়ালেখা বা পড়াশুনা করার প্রকৃত মজা যদি কেউ একবার পেয়ে যায় তাহলে তাকে টেবিল থেকে টেনে তুলবে কার সাধ্য । একটানা পড়া মুখস্থ করতে থাকলে সবার ভেতরেই একটি বিরক্তিকর আসতে পারে । কিন্তু যদি বুঝে বুঝে মনে রাখার কৌশল অবলম্বন করে পড়ে তাহলে অবশ্যই তিনি পড়াশুনার প্রকৃত মেধা শক্তি খুজে পাবে ।
বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীদের মতে, কোন ছাত্রছাত্রীর কোন কিছুর প্রতি আকর্ষণ অনুভব করলে তা সহজেই মস্তিস্কে বা মেমোরি বা স্মৃতিশক্তিতে রুপান্তরিত হয়ে যায় এবং তা স্মৃতি শক্তিতি দীর্ঘস্থায়ী হয় । পড়ালেখা বা পড়াশোনার প্রতি মনযোগ বাড়ানোর জন্য অন্যতম একটি উপায় হচ্ছে পড়ার রুটিন বৈচিত্রময় করা । পরীক্ষার রুটিন বা পড়ার সময় ঠিকমত রুটিন না মানলে পড়াশুনায় একঘেয়েমি চলে আসতে পারে । কোন বিষয় হলে লিখে লিখে বা ছবি এঁকে পড়ার অভ্যাস করলে পড়ায় ভাল করা যায় এবং তাই হল পরীক্ষায় ভাল করার চাবিকাঠি । লিখে লিখে পড়লে যেমন লেখার অভ্যাসটা হয় আবার পড়াও যায় । পড়ালেখায় পড়া মনে রাখার উপায় জানা যেমন জরুরি তেমনিভাবে স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্যও স্মৃতিশক্তি বৃদ্ধির উপায় জানাও জরুরী । পড়ার সময় পড়ার রুটিন ব্যবহার করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় সাথে সাথে পড়াও খুব ভাল মনে থাকে । কোন কিছু পড়ার সময় ছক বা টেবিল আকারে সাজিয়ে নিয়ে কিংবা কবিতার ছন্দ বানিয়ে পড়লে তা সহজেই মনে রাখা যায় । পড়া মনে রাখার কৌশল কাজে লাগিয়ে আপনিও ভাল ফল লাভ করতে পারেন । সেজন্য একথা জানা প্রয়োজন যে এ রকম অনেক পড়া মনে রাখার কৌশল আছে যা অবলম্বন করে একই সাথে পড়া মনে করা এবং স্মৃতিশক্তি বাড়ানো সম্ভব।
অনেকের মনে এমন প্রশ্ন আসতে পারে যে পরীক্ষায় ভাল ফলাফল লাভের সেরা উপায় কি ? পরীক্ষায় ভাল করার উপায় হল পরীক্ষার জন্য ভাল প্রস্তুতি নেওয়া । পরীক্ষায় ভাল ফলাফল লাভের জন্য বা ভাল প্রস্তুতি নেওয়ার জন্য আরও যে বিষয়গুলো মেনে চলতে হবে তা হল ।
আত্মবিশ্বাস বাড়ানো
কনসেপ্ট ট্রি ব্যাবহার করে পড়া
সময়ের উপর দৃষ্টি রাখা
কি ওয়ার্ড ব্যাবাহার করে পড়া
রুটিন মাফিক পড়া
উচ্চঃস্বরে পড়া
নতুন-পুরনোর সংমিশ্রণ করে পড়া
কেনর উত্তর খোঁজা বেড় করা
পড়া মনে রাখার কৌশল সম্পর্কে জানা
পড়ার সঙ্গে লেখা
স্বৃতিশক্তি বৃদ্ধির উপায়
অর্থ জেনে পড়া
পড়াশুনায় মনযোগ বৃদ্ধি করা ।
গল্পের ছলে পড়া
চরিত্র গঠনকে ভাল করা
পর্যাপ্ত পরিমাণে ঘুমানো
মুখস্থ বিদ্যাকে ‘না’ বলা
বেশি বেশি পড়া ও অনুশীলন করা
পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা
যা পড়েছি তা অন্যকে শেখানো
পড়া মুখস্ত না করে পড়া মনে রাখার উপায় এবং সেই সাথে “ভাল ফলাফল লাভের উপায়” সম্পর্কিত কৌশল ও এর যথাযথ সঠিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । সাথে সাথে এই এপ্সটিতে আরও যোগ করা হয়েছে পরীক্ষার দোয়া, বুদ্ধি বাড়ানোর উপায়, বুদ্ধি বৃদ্ধির কার্যকরী কৌশল এবং বুদ্ধির প্রশ্ন । যেগুলো পড়ার দ্বারা বুদ্ধি বা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করবে । আমাদের এই এপ্সটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্টে গিয়ে আপনার মনের ভাব প্রকাশ করুন । আর আমাদের এই এপ্সটি ৫ ষ্টারে রিভিও করে আমাদের উৎসাহ প্রদান করুন ।