স্বাস্থ্য সচেতন হলে ত্বক এমনিতেই সুন্দর হয়। আমাদের ত্বকে মেলানিন নামে এক ধরনের পদার্থ রয়েছে। এই মেলানিনই আমাদের ত্বকের রং নির্ধারণ করে। যাদের শরীরে মেলানিন যতবেশী তাদের ত্বক তত কালো। আর শরীরের এই মেলানিন কমানোর কোন চিকিৎসা বা ওষুধ এখনো পর্যন্ত তৈরী হয়নি। অপ্রিয় সত্য কথা হলো রূপচর্চায় ব্যবহৃত ক্রিমগুলো কখনোই আপনাকে ফর্সা করে দিতে পারবে না। এমনকি লেজার ব্রাইটেনিং, কেমিক্যাল ব্রাইটেনিং এবং কসমেটিক ব্রাইটেনিংও আপনাকে ফর্সা করতে পারবে না। যেটা পারে তা হলো, ত্বক উজ্জল বা মুখের কমপ্লেক্সশন ভালো করতে। কিন্তু এই ধরনের ব্রাইটেনিং অত্যন্ত সাময়িক এবং অনেক ত্বকের জন্য ক্ষতিকর।