যে জাতি তার গুণী ব্যক্তিদের মূল্যায়ন করে না, সে জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সত্যি কথা বলতে কি বাঙালী জাতি, বিশেষ করে বাঙালী মুসলমানের ক্ষেত্রে কথাটি হাড়ে হাড়ে সত্যি। তারা তাদের পূর্বসুরী গুণী ব্যক্তিদের মূল্যায়ন করা তো দূরের কথা খোঁজ খবরটুকুও রাখেন না। তাছাড়া বর্তমান প্রজন্মে এসে যতটুকু বা মূল্যায়ন করার চেষ্টা হচ্ছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও খন্ডিত। ঠুনকো স্বার্থের কারণে কাউকে বা অহেতুক বিরাট বিশাল করে দেখানো হচ্ছে আবার কাউকে খাটো করতে করতে একেবারে মুছে ফেলার চেষ্টা চলছে। কিন্তু বাস্তবে এর কোনটিই সত্য নয়। ফলে জাতি বিভ্রান্ত হচ্ছে, প্রকৃত গুণীরা ক্রমে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছেন। জীবন সম্পর্কে আমরা যে উক্তি বা বাণী গুলো জেনেছি এগুলো মানার চেষ্টা করতে হবে, কারণ এগুলো মহান মনিষীরা তাদের জীবনের বাস্তবতা থেকেই আমাদেরকে উদ্ধৃতি দিয়েছে, যেখানে আমরা সকল সমস্যার সমাধান গুলো খুঁজে পাই, এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত যে বাধার সম্মুখীন হই সেটি হল জ্ঞানের চর্চা, এই জ্ঞানের চর্চা যদি আমরা ভালোভাবে না করতে পারি তাহলে আমাদের জীবনের সফলতার দ্বারে পৌঁছালেও আমরা কখনো সফলতার শীর্ষে পৌঁছাতে পারবো না, এজন্য আমাদের সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে হবে। আর এজন্য আপনাদের সুবিধর্থে এই অ্যাপটির মধ্যে একশত মনীষীর জীবনী নিয়ে আলোচনা করা হলো।