কুরআনের বিশেষ কিছু দোয়া Duai Quran নিত্য দিনের প্রার্থনায় প্রয়োজন এমন কিছু দোয়া আল্লাহ তায়ালা কুরআনের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। বান্দার সকল চাওয়া পাওয়া, আশা-ভরশা একমাত্র আল্লাহ তায়ালার নিকট। তিনি ব্যতীত কোন উপাস্য নাই, ইলাহা নাই, আল্লাহ ছাড়া অন্য কাহারো নিকট চাওয়াও কুফরী।
আমরা আল্লাহর নিকট চাইব, আল্লাহ সব কিছুর মালিক, ক্ষমা করারও মালিক, জান্নাত দেওয়ারও মালিক আবার বান্দাকে পরীক্ষা করে কষ্টে রাখারও মালিক।
আমরা সব সময় এই দোয়াগুলো পড়ব। আল্লার নিকট প্রার্থনা মোনাজাত করব।