হায়াতুস সাহাবাহ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের জীবনী নিয়ে লিখিত একটি কিতাবের সংকলন। এর লেখক হযরত মাওলানা মুহম্মদ ইউসুফ কান্ধলভী (রহ:)। তিনি মেওয়াতের বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি, দাওয়াত ও তাবলীগের মেহনতের পুরোধা ব্যক্তিত্ব হযরত মাওলানা ইলিয়াস কান্ধলভী (রহ:) এর একমাত্র ছেলে।
মূল কিতাব টি আরবি ভাষায় লিখিত। পরবর্তী তে এটি বাংলা, উর্দু, ইংরাজি সহ পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। বাংলায় কিতাবটি সাত খন্ড বিশিষ্ট। কথিত আছে..."হায়াতুস সাহাবাহ" কিতাব টি রচনা করতে গিয়ে লেখক প্রায় ৫০,০০০ কিতাবের মুতায়ালা (অধ্যয়ন) করেছেন। এই গ্রন্থ সেই সকল মর্দেময়দান মহাপুরুষদেরই ইতিহাস যাঁহাদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছিবার পর তাহারা উহার প্রতি ঈমান আনয়ন করিয়াছিলেন এবং তাঁহাদের অন্তর উহাকে সত্য বলিয়া স্বীকৃতি দান করিয়াছিল।
হুজুর পাক(সঃ) এর অতীব নিকটবর্তী মানুষেরা হলেন সাহাবা(রাঃ)গন।
যাদের সম্পর্কে স্বয়ং রাসুলে কারীম(সঃ) এরশাদ ফরমান, "আমার সাহাবীরা হল আকাশের নক্ষত্রের ন্যায়। যদি তোমরা তাদের মধ্য থেকে কোন একজনের জীবনাদর্শ অনুযায়ী নিজের জিন্দেগীকে পরিচালনা কর তাহলে তোমরা সঠিকপথ প্রাপ্ত হবে।"
আশাকরি “হায়াতুস সাহাবা (রাঃ) - সাহাবীদের জীবনী সব খন্ড” শিরোনামের এই অ্যাপটি ব্যাবহার করে আপনারা প্রাত্যাহিক জীবনে অনেক উপকৃত হবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ব্যাবহার করার সুযোগ করে দিবেন।
আপনার প্রদত্ত পজিটিভ রেটিং আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং অন্য ইউজারদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
ধন্যবাদ ।
বিঃ দ্রঃ এই অ্যাপ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ অভিমত আমাদের একান্ত কাম্য। ইমেইলের মাধ্যমে আপনার পাঠানো অভিমতের ভিত্তিতেই এই অ্যাপের উন্নয়ন ও সংশোধনে আমরা জরুরী পদক্ষেপ গ্রহণ করব।
ডাউনলোড লিংক
--------------------------
https://play.google.com/store/apps/details?id=com.jituhasan.hayatus_sahabah