ব্রণ ও মেসতা দুর করার উপায় ।
আপনাদে জন্য রয়েছে আজ আমাদেরে এ অ্যাপটির
আয়োজন।ব্রণ ও মেসতার দাগ দূর করার উপায়-ব্রণ দূর
করার উপায় ।আমাদের এই
অ্যাপটিটে খুব সহজ ভাবে ঘরোয়া পদ্দতীতে দিকনির্দেশোনা
ও নিয়ম কানূন দেওয়া হয়েছে।ব্রণের দাগ দূর করার উপায়
আর এর সমস্যা সমাধান নিয়ে আমরা আমাদের এই অ্যাপস্
আমাদের এই অ্যাপস্ অপনার
জন্য নিয়ে এসেছে ত্বকের পরিচর্যা করার সকল উপায়।
প্রকার ব্রণ ও মেসতার দাগ থেকে নিজেকে মুক্ত করে
আপনার চেহারা সুন্দরর্য বৃদ্ধি করতে সহায়তা করবে।
* লেবু
* অলিভ অয়েল
* পেঁপে
* পেয়াঁজ
* কলা ও লেবুর মাস্ক
* ডিমের কুসুম
* গোলাপ জল
* লাল চন্দন
*আলুআলু
পরিমাণ মতো আলু বেটে নিয়ে সেটা মুখে লাগান।
তবে রোজ এটি মুখে লাগালে ভালো ফল পাওয়া যায়।আলু
পরিমাণ মতো আলু বেটে নিয়ে সেটা মুখে লাগান।
তবে রোজ এটি মুখে লাগালে ভালো ফল পাওয়া যায়।
*নারকেল তেল
* পানি
* মধু এবং কাঁচাআলুর রস
* টমেটোর রস
* ইত্যাদি।
*লেবু
এই ফলে ব্লিচিং ক্ষমতা থাকায় মুখের দাগ কমাতে সাহায্য
করে। তবে লেবু, ত্বককে খুব শুষ্ক করে দেয়। তাই এটি
মুখে লাগানোর পর মনে করে ময়েশ্চারাইজার ক্রিম
লাগাবেন।
*অলিভ অয়েল
এই তেলে ভিটামিন-ই আছে।
অলিভ অয়েল শুধু দাগ কমায় না,দ্রুত ব্রন ও মুখের কালো
দাগ দূর করাতে সাহায্য করে থাকে।
সেইসঙ্গে ত্বককে নরম করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
* নারকেল তেল
ভিটামিন- ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এই
তেলটি মুখে লাগালে দাগ কমে যায়।
এমনকি পুরানো দাগ কমাতেও এটি দারুন কাজে আসে।
*মধু
ব্রণের কারণে হওয়া দাগ দুর করাতে মধুর কোনো বিকল্প নেই।
মুখে গোলাকারভাবে ধীরে ধীরে মধু লাগিয়ে ১৫ মিনিট রেখে
দিন।১৫মিনিট পর মুখটা ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
প্রতিদিন এই উপকরন মুখে লাগালে দাগ কমে যাবে এবং ত্বকের উজ্জল করে তুলবে।
*লাল চন্দন
ব্রণের দাগ কমাতেও লাল চন্দন দারুন কাজ করে।
মধুর সঙ্গে লাল চন্দন মিশিয়ে মুখে লাগান ৩০ মিনিট রেখে দেন।
তার ৩০ মিনিট পর পানি দিয়ে দুয়ে ফেলুন।
তাহলেই দেখবেন ত্বক উজ্জ্বল ও ফর্সা হয়ে উঠছে।
*আলু
১টি আলু ও পরমিান মতো ডাল এবং কাচা হলুদ বেটে নিয়ে
সব উপকরন গুলা মিসিয়ে নিন তার সাথে মদু দিয়ে ভালো
ভাবে মিসিয়ে নিয়ে মুখে লাগান।
কিছুখন পর ঠান্ডা পানি দিয়ে ত্বক দূয়ে ফেলুন।
রোজ এটি মুখে লাগালে আপনার ত্বক উজ্জ্বল ও ফর্সা হয়ে উঠবে
*টমাটো
টমেটোর রসে রয়েছে ব্লিচিং এজেন্ট,
তবে এটি থেতো করে মুখে লাগালে
দেখবেন দাগ কমে গেছে। এটি মুখে
লাগিয়ে ২০ মনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন।
১ দিনে ব্রণ দূর করার উপায়
শাল ব্রণ দূর করার উপায়
লেবু দিয়ে ব্রণ দূর করার উপায়
মুখের ব্রণ দূর করার ক্রিম
মুখের ব্রণ দূর করার উপায় ছেলেদের
মুখের ছোট ছোট ব্রণ দূর করার উপায়