আপনাদের খেদমতে রয়েছে আজ আমাদের আয়োজনে এ অ্যাপটি।বিষয় বক্তৃতা দেয়ার কৌশল ।আমরা অনেকে আসি যারা সামনা সামনি অনেক কথা বা তর্ক করতে পারি এমনও অনেকে আসি যারা অনেক শিক্ষিত কিন্তু বক্তৃতা দেয়ার সাহস বা দক্ষতা নেই। তাই আমরা আপনাদের জন্য এনেছি আমাদের এ বোইটি ।যারা বক্তব্য দিতে পারেন না তাদের জন্য। ও সুন্দর করে কথা বলার উপায়।এত সুন্দর ভাবে কথা বলার উপায় আমরা আলোচনা করেছি যা আপনাকে অনেক বেশি উপকৃত করবে।
তাছাড়া রয়েছে আপনাকে আসার আলো দেখাতে একটি শিক্ষার গল্প যার দারা আপনি পাবেন আপনার ফসল ।রয়েছে পার্সোনাল বিষয়বস্ত,ডেভেলপমেন্ট সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেয়ার উপায়। আমরা অনেকে বক্তব্য মানে পাঠদান মোনে করে থাকি,এবং ব্যাবহারও করে থাকি, নিয়ম না যানার কারনে সঠিক ব্যাবহার করতে পারচ্ছি না ।
রাজনৈতিক আলোচনা দেয়ার এক বিসাল দক্ষতার দরকার যে আলোচনায় মানুষ আপনাকে বাছাই করবে ও মেধাবি শিক্ষিত বলে মেনে নিবে ।
সমাজ গঠনে ,নাজনীতি এবং রাজনীতি ও ধর্ম সহ সকল প্রকারেই ,সব নেতার সাফাল্যের কারণ ।আর সেদিকে লক্ষ করলে দেখাযায় একাদিক অবিস্মরণীয় ভাষন ।কখন বড় কোন অনুষ্টানে বা ছোট কোন মিলন মেলায় দিতে হয়েছে বক্তৃতা যার কারনে হয়ে উঠেছে দক্ষতার অধিকারি ।
সব কথার মুল কথা আপনাকে হয়ে উঠতে হবে একজন ভালো ভক্তা হিসেবে ।অনেক বিষয়ের উপর তোমাকে লক্ষ রাখতে হবে আর আমরা সে ব্যাপার গুলো তুলে দরলাম আমাদেরে এ অ্যাপে।
আমাদের নোটে যা যা পাবেন ।
➢বক্তৃতা দেয়ার কৌশল
➢শিক্ষা নিও গল্প
➢বক্তব্য সংক্ষিপ্ত করুন
➢বিষয়বস্তু ঠিক করা
➢বক্তৃতা মানে পাঠদান নয়
➢ভাষাকে সুন্দর করা
➢বত্তার ব্যাক্তিত্ব
➢রিলাক্স থাকতে
➢সুবিন্যস্ত পরিকল্পনা
➢কৃত্রিমতা পরিহার
➢পার্সোনাল ডেভেলপমেন্ট
➢জয় করুন ভয়কে
➢শ্রোতারদর মোনযোগ
➢সাবলীল বক্তা হওয়ার ১০ টি
➢উপসি্তত বক্তৃতা দেবার নিয়ম
➢বলেন জন মে