বাংলাদেশের যৌতুক নিরোধ আইন ১৯৮০ রহিতক্রমে ২০১৮ সালে নতুন করে যৌতুক নিরোধ আইন পাশ করা হয়েছে।যৌতুক আইনের অপব্যবহার করে এক শ্রেণীর নারীরা আদালতে মিথ্যা মামলা দায়ের করে পুরুষদেরকে হয়রানি করতো।আইনের এই অপব্যবহার রোধে কার্যকর কোন ধারা সন্নিবেশিত না থাকায় মূলত: ১৯৮০ সালের আইনটি বাতিল করে নতুন আইন প্রণয়ন করা হয়। এছাড়া যৌতুকের সংজ্ঞাসহ বেশ কিছু বিষয় নিয়ে আদালতে ধুম্রজাল সৃষ্টি হওয়ায় নতুন করে আইন প্রণয়ন করার দাবি ওঠে। এরই প্রেক্ষিতে ২০১৮ সালে যৌতুক নিরোধ আইনটি নতুন করে প্রণয়ন করা হয়। ১৯৮০ সালের আইন এবং ২০১৮ সালের নতুন আইন পাশাপাশি রাখলে বেশ কিছু পার্থক্য চোখে পড়ে।