ঘর পরিষ্কার রাখার দিকে নজর দিন। বাসি খাবার বা ডাস্টবিনের ময়লাই হল পোকামাকড়ের আঁতুড়ঘর। তাই ঘর থেকে দূরে রাখুন এইসব আবর্জনা। পরিষ্কার রাখুন রান্নাঘর। শোওয়ার ঘরও নিয়মিত পরিষ্কার করুন। বালিশের কভার ও বিছানার চাদর পালটান মাঝেমধ্যে। তোশক রোদে দিন। ঘরের কোথাও বা বাথরুমে জল জমতে দেবেন না। তবে এতকিছুর পরেও যদি পোকামাকড়ের উৎপাত কমার নাম না করে, তখন ব্যবহার করতে পারেন কিছু ঘরোয়া উপায়-