সাপ সকলের পরিচিত একটি সরীসৃপ প্রাণী। এন্টার্কটিকা মহাদেশ ব্যতিত সকল মহাদেশেই এই প্রাণীকে দেখা যায়। সারাবিশ্বে আনুমানিক ২,৯০০ প্রজাতির সাপ রয়েছে। এই সাপ নিয়ে আমাদের দেশ সহ বিভিন্ন দেশে অনেক নাটক-সিনেমা, গল্প রচিত হয়েছে। এছাড়াও প্রচলিত রয়েছে অনেক ধরনের কল্পকথা, যেগুলো আবার অনেক সময় সত্য বলেও মনে হয়। আজকের এই লেখায় সাপ সম্পর্কিত কিছু বহুল প্রচলিত কল্পকথা, ভ্রান্তকথা, গুজব ও সেগুলোর পিছনের সত্যতা জানানোর চেষ্টা করব।