আসসালামু আলাইকুম,
মুহাতারাম, আল্লাহু সুবহানাল্লাহু তা’লার অশেষ রহমতে নজরুল এন্ড ব্রাদার্স এর সার্বিক ব্যবস্থাপনায় প্রকাশিত “বর্ণ ও বিষয় ভিত্তিক আল কুরআনুল কারীম” এর ডিজিটাল ভার্সন প্রকাশ করতে পারায় মাস গ্রুপের পক্ষ থেকে মহান রাব্বুল আলামীনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।
কুরআন অবতীর্ণ হয়েছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহু সুবহানাল্লাহু তা’লার পক্ষ থেকে। বিশুদ্ধভাবে, যথাযথভাবে অর্থ বুঝে কোরআন পাঠ করা মুত্তাকীদের জন্য আবশ্যিক কর্তব্য। আবদুল্লাহ ইবনে ওমরঃ থেকে বর্ণিত রাসূলূল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম এবং কুরআন বান্দার জন্য শাফায়াত করবে। সিয়াম বলবে, “হে রব আমি তাকে দিনের খাবার গ্রহণ করতে ও প্রবৃত্তির ধারণা মিটাতে বাধা দিয়েছে”। কুরআন বলবে, “হে রব আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করো”। অতঃপর উভয়ের সুপারিশই কবুল করা হবে। (বাইহাক্কী; শু’আবুল ’ঈমান)। [১]
বর্ণিত হাদিসের আলোকে ধারণা করা যায় যে, কুরআনের হক আদায় হলে কোরআনই মুত্তাকীদের জন্য সুপারিশ করবে। প্রথমতঃ কোরআন শরীফ বিশুদ্ধরুপে পড়তে হবে। দ্বিতীয়তঃ অর্থসহ বুঝে পড়তে হবে। তৃত্বীয়তঃ এর উপর আমল করতে হবে। চতুর্থতঃ নিজে আমল করলে হবে না, অন্য কেও আমল করার বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। তবেই ধরে নেয়া যায় ইনশাআল্লাহ কোরআন, এর হক আদায়কারীদের জন্য আল্লাহু সুবহানাল্লাহু তা’লার কাছে সুপারিশ করবে।
উল্লেখিত বর্ণিত চারটি বিষয়ে সামনে রেখে “বর্ণ ও বিষয় ভিত্তিক আল কুরআনুল কারীম” অ্যাপসটি প্রস্তুত করা হয়েছে। প্রথমতঃ অ্যাপসটির মাধ্যমে সূরা ও পারা ভিত্তিক কুরআন পড়া যাবে এবং পড়ার বিপরীতে চিহ্ন রাখার জন্য বুকমার্ক করা যাবে। দ্বিতীয়তঃ অর্থসহ পড়া যাবে। তৃতীয়তঃ আমল করতে হলে জানতে হবে, এই জানার জন্য প্রায় ১৮৩৫টি শব্দের বিপরীতে ৫৪৭২টি বিষয়ভিত্তিক কোরআনের আয়াত তাৎক্ষণিকভাবে জানা যাবে, যা কিনা আমলের জন্য সহায়ক হবে। চতুর্থতঃ আপনি আমলের জন্য যা জানলেন তা ছবি হিসেবে ডাউনলোড করে অথবা সরাসরি ফেসবুক এর মাধ্যমে লিংক শেয়ার করতে পারবেন। কুরআন শরীফের উপর অনেক ভালো অ্যাপস রয়েছে তবে, এই অ্যাপসটি বর্ণিত কোরআন শরীফের চারটি হক আদায়ের মাধ্যমে যেন এর ব্যবহারকারীদের জন্য পরকালের সুপারিশ করে সে প্রচেষ্টায় করা হয়েছে।
এছাড়াও কোরআন শরীফের আ্যাপস অর্থসহ পড়ার বিষয়ে অবশ্যই শুদ্ধ হতে হবে। প্রচলিত অ্যাপস সমূহে কোরআনের আরবি আয়াত, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ আয়াত হিসেবে প্রদর্শিত হয়ে থাকে। অ্যাপস ব্যবহারকারীদের ডিভাইস অথবা মোবাইল ফোন বিভিন্ন ধরনের হওয়ায় ও অ্যাপস এ ব্যবহৃত আরবি ও বাংলা ফন্ট অনেক ক্ষেত্রে ব্যবহারকারীদের ডিভাইসে না থাকায়, আরবি ও বাংলা লেখায় ভুল দেখা যায়। আমাদের এই অ্যাপস এ ধরনের ভুলের কোন সুযোগ নাই। যেহেতু আমরা মূল কুরআন শরীফের পূর্নাঙ্গ সফট কপি ব্যবহার করেছি এবং তা কোরআন শরীফের পৃষ্ঠা হিসেবে পড়ারও ব্যবস্থা করেছি, যাতে কোরআন শরীফ পড়ার আবহ অনুভব করা যায়। শব্দ ও বিষয়ভিত্তিক আয়াত সার্চের জন্য কোরআন শরীফের পূর্ণাঙ্গ পাতা প্রদর্শন করা হয়েছে। এতে একটি আয়াত সার্চ করতে গেলে আয়াতটির আগে ও পরের আয়াত জানার সুযোগের সৃষ্টি হয়েছে, এছাড়াও কোরআন শরীফটির প্রতি পাতায় বিভিন্ন আয়াতের বিষয়বস্তু পাশে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে এবং বিভিন্ন শব্দের প্রয়োজনীয় টিকা প্রতি পৃষ্ঠার নিচে বর্ণনা করা হয়েছে এবং একটি আয়াত সার্চ করতে গেলে শুধু একটি আয়াতই নয় একই সাথে অনেক কিছু জানার সুযোগ সৃষ্টি হয়েছে।
নজরুল এন্ড ব্রাদার্স এর ব্যবস্থাপনায় প্রকাশিত “বর্ণ ও বিষয়ভিত্তিক আল কুরআনুল কারীম” একটি গবেষণাধর্মী প্রকাশনা। এটি বাংলা ভাষায় সর্বপ্রথম বর্ণ ও বিষয়ভিত্তিক কোরআন শরীফ। প্রচলিত বিষয়ভিত্তিক অনেক কোরআন শরীফের অনেক ভালো অ্যাপস রয়েছে। কিন্তু “বর্ণ ও বিষয় ভিত্তিক আল কুরআনুল কারীম” টি বর্ণভিত্তিক, শব্দ ভিত্তিক, বিষয়ভিত্তিক ভাবে কোরআন শরীফের বিভিন্ন আয়াত ব্যবহারকারীদের চাহিদা মতো খুঁজে পাওয়ার জন্য এক অনন্য ব্যবস্থা করে দিয়েছে।
কেউ ভুলের উর্দ্ধে নয়। ভুল সংশোধন পূর্বক আমরা এই অ্যাপসটি যথাযথভাবে সম্পন্ন করতে সচেষ্ট ছিলাম। আপনাদের অংশগ্রহণ এটিকে আরও নির্ভুল করতে সহায়তা করবে, এজন্য আপনাদের মতামত অপশনটির মাধ্যমে এর ভুল ক্রটি সংশোধন, নতুন কোন শব্দের বিপরীত সূরা ও আয়াত, বিষয় সংযোজন ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে। এর ব্যবহারের মাধ্যমে আপনিও এই মহৎ উদ্যোগে শরিক হতে পারবেন ইনশাআল্লাহ, কেননা আপনাদের প্রেরতি মতামত এর উপর ভিত্তি করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ইত্যাদি করতে আমাদের আলেমগণ ও কারিগরি ব্যক্তিগণ সার্বক্ষণিক সচেষ্ট থাকবে। পরিশেষে সকলের সহযোগিতায় আল্লাহ সুবহানাহুতা’য়ালার অশেষ রহমতে আমাদের এই উদ্যোগ যেন কবুল করেন সেই প্রার্থনা ও দোয়া করছি, আমিন।
Visit Website: http://holyquran.massgroupbd.com