সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের উপর নামাজ ফরজ করে বড় একটি নিয়ামত দান করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যার মাধ্যমে আমরা নামাজ পেয়েছি এবং তার সাহাবীদের ও পরিবার পরিজনের উপর, আল্লাহ রাব্বুল আলামিন রাজি ও খুশি থাকুক যারা নামাজের ব্যাপারে ছিলেন খুবই সচেতন ।সালাত আমাদের জন্য অপরিসীম গুরুত্বর্পূণ ইবাদৎ।সালাত এতটাই গুরুত্বর্পূণ, যে নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও কখন ভাবেনি যে তার উম্মত কখনো নামায ছেড়ে দিবে। তাই নামায পরিত্যাগ কারিকে কি হিসাবে গণ্য করা হবে তানিয়ে মোহাদ্দিসে কেরামদের মাঝে মত র্পাথক্য আছে।
দলীল সহ সহীহ নামাজ শিক্ষা বই অ্যাপটিতে থাকছে নামাজ পড়ার সহীহ নিয়ম। নামাজের সঠিক নিয়ম-পদ্ধতি, সঠিক নিয়মে রুকু সিজদাহ করার পদ্ধতি, নামাজের দোয়া, নামাজের নিয়ত, নামাজের গুরুত্ব, নামাজের সূরা, ফরজ সালাত কত রাকাত ও কখন পড়তে হবে বা নামাজের সময়সূচি, সাহু সিজদাহ দেয়ার পদ্ধতি, নামাজের ভুল ত্রূটি বা নামায ভঙ্গের কারন, ছালাতের পর জিকির আজগার ও দুয়া করার নিয়ম, মহিলাদের ছালাতের নিয়ম বা মহিলা পুরুষের নামজের র্পাথক্য, সকল প্রকার তথ্য নিয়ে প্রস্তুত হয়েছে হালাল চিত্র সহ নামাজ শিক্ষা বই। কুরআন ও হাদিসের আলোকে নামাজের গুরুত্ব ও ফজিলত বিশাদভাবে উল্লেখ হয়েছে। সকল বিষয় গুলোতে দলীল সহ আলোচনা হয়েছে। শুদ্ধ ভাবে নামায পড়তে হলে অবশ্যই শুদ্ধ ভাবে সূরা তেলোয়াত করতে হবে। তাই কুরআন মাজিদের আমপারা থেকে ১০ টি ছোট সূরা আরবী, বাংলা উচ্চারন ও বাংলা অনুবাদ দিয়ে খুব সহজ করে সাজানো দলীল সহ সহীহ নামাজ শিক্ষা বই।
পবিত্রতা ঈমানের অঙ্গ। অপবিত্র অবস্থায় ছালাত আদায় করলে তা ঈবাদত হিসাবে কবুল হবার নয়। সেজন্য কি পদ্ধতিতে পবিত্র হওয়ার যায় তার আলোচানা হয়েছে পূণাঙ্গ নামাজ শিক্ষা অ্যাপে। ছালাতে দাড়ানোর আগে অবশ্যই পবিত্রতা অর্জন করা জরুরী, অন্যথায় নামায কবুল হবেনা। অজুর মাধ্যমে আমরা পবিত্র হতে পারি। কিভাবে ওযু করলে তা সঠিক হবে, ওজুর ফরজ কতগুলো, সুন্নত কোন গুলো আর মুসতাহাব কত গুলো, এগুলো অযুর নিয়ম এ উল্লেখ হয়েছে। অজু করতে অবশ্যই পানি লাগবে, এমন জায়গা যেখানে পানি পাওয়া যায়না সেখানে তায়াম্মুম করতে হয় অথবা এমন ব্যক্তি যে পানি ব্যবহারে অযোগ্য সে তায়াম্মুম করবে। এ ব্যাপারে শরীয়তে বিস্তারিত আলোচনা দলিল সহ করা হয়েছে। তায়াম্মুম করার পদ্ধতি এবং ভঙ্গের কারন নিয়ে সাজানো হয়েছে দলীল সহ সহীহ নামাজ শিক্ষা বই।
আমরা অনেকে নামায পড়ি, কিন্তু জানিনা নামাজের আরকান-আহকাম গুলি, নামাজের ফরজ অংশ গুলো, নামাজের ফরজ অংশ আদায় না করলে ছালাত অবশ্যই নষ্ট হয়। ওয়াজিব ছুটে গেলে করণীয় কি? সাহু সিজদাহ কখন দিতে হয়? নামাজের সুন্নত অংশ কোন গুলো? এসকল প্রশ্নের উত্তর দলীলিক ভাবে ব্যাখ্যা দিয়ে আয়োজন হয়েছে দলীল সহ নামাজ শিক্ষা বই।
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও বেশ কিছু নামায আছে যেগুলো আমরা আদায় করে থাকি। জানাজার নামাজ পড়ার নিয়ম, জানাজার নামাজে কোন দুয়া পড়তে হয়? দাড়িয়ে নামাজ আদায় করার পদ্ধতি কেমন এসব দলীল সহ নামাজ শিক্ষা বই টিতে উল্লেখ করা হয়েছে। শুক্রবার তথা জুমাবার হচ্ছে মুসলিম উম্মাহর সাপ্তাহিক ঈদের দিন। এই জুমার নামাজ আমরা সবাই পড়ি কিন্তু জানিনা তার সঠিক ইতিহাস ও নিয়ম। জুম্মার নামাযে কোন সুরা পড়া সুন্নত? ইশরাক্ক, “চাশতের সালাত বা সালাতুদ্ দুহা কি? ইস্তিখারার নামাজের নিয়ম, ইস্তিখারর সালাতের দুয়া কোনটি? সালাতুস তাসবীহ কেনো পড়তে হবে? কসরের নামায কখন কিভাবে পড়তে হয়? কাজা নামাজের কাফ্ফারা দেওয়ার নিয়ম, সেগুলো জানতে হলে দলীল সহ সহীহ নামাজ শিক্ষা বই আপলিকেশনটি ডাউনলোড করতে পারেন।
মহান আল্লাহ্ রাব্বুল আলামিন তাঁর বান্দাদের উপর দিনে রাতে মোট ৫ ওয়াক্ত ছালাত ফরজ করেছেন। সাথে এগুলো আদায়ের জন্য তাঁর সামঞ্জস্যপূর্ণ হেকমত অনুযায়ী পাঁচটি সময়ও নির্ধারণ করে দিয়েছেন, যাতে করে বান্দা এ সময়ানুবর্তিতার মাধ্যমে তার প্রতিপালকের সাথে অবিচ্ছিন্ন সম্পর্ক বজায় রাখতে পারে। ছালাতের সময় কিভাবে র্নিধারন করতে হয়, সালাতের ওয়াক্ত কখন শুরু হয় আর কখন শেষ হয় তার র্নিধারন করার নিয়ম মহান রব আমাদের জানিয়েছেন। নামাযের জন্য আওয়াল ওয়াক্ত কোনটি? কখন নামাজ পড়া যাবে না অর্যা রৎ ছালাতের নিষিদ্ধ সময় কোনটি, কিভাবে তা র্নিণয় করতে হবে তা জানতে হলে এই দলীল সহ সহীহ নামাজ শিক্ষা বই টি আপনাদের ডাউনলোড করতে হবে।
আশা করি আমাদের এই “দলীল সহ সহীহ নামাজ শিক্ষা বই“ অ্যাপস আপনাদের ভালো লাগবে ।যদি সামান্য উপকারে লেগে থাকে তাহেলে দলীল সহ সহীহ নামাজ শিক্ষা বই অ্যাপসকে ৫ ষ্টার রেটিং দিবেন ও কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা সাধারন মানুষ তাই আমদের ভুল হতেই পারে । যদি আমাদের কোন ভুল অথবা সমস্যা আপনাদের চোখে ধরা পরে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমারদর জানাবেন।