Registration is Completed. We have got enough number of research volunteers. Thank you.
This research project is conducted jointly by the Institute for Forestry and Environmental Science, University of Chittagong, Bangladesh, and the Faculty of Political Science and Economics, Waseda University in Japan.
The game is designed to investigate the relationship between online gameplay and behavior change.
হার্ভেস্টিং ইউনাইটেড একটি এন্ড্রয়েড গেইম এবং সার্ভে অ্যাপ্লিকেশন। অ্যাপটি ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং ফ্যাকাল্টি অফ পলিটিক্যাল সায়েন্স এন্ড ইকোনমিকস, ওয়াসেদা বিশ্ববিদ্যালয়, জাপান-এর একটি যৌথ গবেষণা দলের গবেষণায় উপাত্ত সংগ্রহের জন্য ডেভেলপ করা হয়েছে।
এই গবেষণায় অংশগ্রহণ শেষে আপনার পারফরম্যান্স অনুযায়ী সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত সম্মানী প্রদান করা হবে। গবেষণায় অংশগ্রহণ শেষে বিকাশে আপনার পুরষ্কারের অর্থ প্রেরণ করা হবে।
ভলান্টিয়ার হিসেবে গবেষণায় অংশ নিতে কোন প্রকার রেজিস্ট্রেশন ফি অথবা অন্য কোন অর্থ প্রদানের প্রয়োজন নেই। শুধুমাত্র ২০০৪ জন যোগ্য(বাংলাদেশে বসবাসকারী, ১৮ বছর বা এর বেশি বয়সি বাংলাদেশি নাগরিক, যাদের বিকাশ একাউন্ট আছে) স্বেচ্ছাসেবক গবেষণায় অংশগ্রহণ করতে পারবেন।
বিস্তারিত জানতে কমেন্ট, মেসেজ বা কল করুন।
+8801843521971, +8801609-478409
Email :
[email protected]
Website : https://econalytica.org/