‘নাটকের দর্পণে প্রতিবিম্বিত জীবন ও কিছু ভাবনা'—গ্রন্থটি দ্বিতীয় সংস্করণের সৌভাগ্য লাভ করল। দ্রুত গ্রন্থটি নিঃশেষ হওয়ায় অল্পসময়ের মধ্যে কিছু কিছু পরিবর্তন ও পরিবর্ধনের মধ্য দিয়ে গ্রন্থটি পুনরায় আগ্রহী পাঠক এ শিক্ষার্থী মহলের দরবারে উপস্থিত।
প্রসঙ্গত একটি কথা বলবার ইচ্ছা জাগে। এ গ্রন্থের দুটি প্রহসন ও দুটি নাটক সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় মুখী সংক্ষিপ্ত আলোচনা সংযোজিত হওয়ায় নাট্যরস পিপাসু পাঠকগণ হয়ত কিছুটা ক্ষুণ্ণ হয়েছেন। কিন্তু শিক্ষার্থী মহলের চাহিদার দিক্টি তো অস্বীকার করবার নয়। তাই ত্রুটি-বিচ্যুতি সহ গ্রন্থটি যদি পুনরায় আগ্রহী পাঠক ও শিক্ষার্থী কাছে সমাদর পায় তাহলে আমার পরিশ্রম সার্থকতায় পর্যবসিত হবে।
অল্প সময়ের মধ্যে গ্রন্থটির আপাদ-মস্তক পড়ার কারণে সংশোধনে হয়তো কিছু ভুল থেকে গেছে—সে দায় লেখকের। প্রসঙ্গত, প্রকাশক বন্ধু বিকাশ সাধুখাঁর তাগিদ ও উৎসাহ লেখককে গ্রন্থটির পুনরায় মুদ্রণে সবিশেষ উৎসাহিত করেছে। তাই প্রজ্ঞাবিকাশের সার্বিক মঙ্গলকামনায় লেখক উৎসাহী।
প্রখ্যাত তিন মনীষীর বিখ্যাত চার সৃষ্টি নিয়ে পৃথক পৃথক আলোচনা করার পরিকল্পনাকে প্রকাশক বন্ধু বিকাশ সাধুখী একটি গ্রন্থের মধ্যেই প্রকাশ করে আমার পরিকল্পনার একঅর্থে নবরূপায়ণ ঘটালেন। মাইকেল মধুসূদন দত্তের—'একেই কি বলে সভ্যতা?’ ও ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ' প্রহসন, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তধারা' এবং উৎপল দত্তের ‘টিনের তলোয়ার' নাটকের এই পূণর্মূল্যায়ণ ছাত্র-ছাত্রী এবং নাট্য-রসিকদের জন্যই রচিত হল।
এই গ্রন্থ রচনায় আমার বাবা ও মায়ের অকুণ্ঠ অনুপ্রেরণা আমাকে বিশেষভাবে উৎসাহিত করেছে। আরো একজন শুধু এই গ্রন্থের নয়, আমার সমস্ত রকম সাহিত্যকর্মের পিছনে থেকে সর্বতোভাবে আমাকে সাহায্য করে চলেছেন। তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্বন্ধই তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশের প্রধান অন্তরায়।