সবইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন।প্রেম ভালোবাসা সবার জীরনে কম বেশি আসে। আ এই ভালোবাসার মধ্যে অনেক রাগ অভিমান থাকে,আর এই সব কিছু মিলিয়ে সৃষ্টি হয় নতুন অধ্যয় সে হল আবেগী মনের ভালোবাসা।আপনার ভালোসার মানুষটি আপনার সাথে রাগ- অভিমান করে,তাতে করে ভালোবাসা কমে যাবে তা না এতে ভালোবাসা অরো গভির ভাবে প্রকাম পাবে। আর ভারোবাসার মধ্যে যদি রাগ অভিমান না থাকে তাহলে ভালোবাসা গাড় হয় না।তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভালোবাসার ও রাগ-অভিমান ভাঙ্গানোর এটটি এপস আবেগী মনের এসএমএস।আশা করি এই এসএমএস গুলো আপনার প্রিয় মানুষটির কাছে পাঠালে খুব ভালো লাগবে তার।আর এই এপ থেকে খোব সহজে আপনারা আপনাদের প্রিয় ভালোবাসার মানুষ ও বন্ধু-বান্ধুব দের কাছে কপি ও সেয়ার করতে পারবেন।আশা কবি আমাদের এই এই এপটি আপনাদের কাছে ভালো লাগবে, ধন্যবাদ সবাই কে।