আপনার ওজন বেশি হোক, বা ওজন কম হোক – উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কিনা, এটা সব সময়ে খেয়াল রাখা দরকার। এই কারনে আপনার কথা মাথায় রেখেই আমরা “Munshi Soft” একটি আদর্শ ওজন ক্যালকুলেট করতে “BMI স্বাস্থ ক্যালকুলেটর” প্রস্তুত করেছি।
বডি মাস ইন্ডেক্স (BMI) হল বডি ফ্যাট মাপার ক্যালকুলেটর। এটি মাপা যাবে সংশ্লিষ্ট ব্যক্তির উচ্চতা ও ওজনের ভিত্তিতে। নিজের বিএমআই জানতে আপনার ওজন আর উচ্চতা এই ক্যালকুলেটরে জমা দিন। বেরিয়ে আসবে আপনার বিএমআই।
এই (BMI স্বাস্থ ক্যালকুলেটর) এপে আপনার ওজন (Kg) এবং উচ্চতা (Foot & Inch) দিলে আপনার BMI (Body Mass Index) কত আছে তা বলে দিবে। এবং আপনার BMI Number অনুযায়ী বর্তমনে আপনার কী করা উচিত তার পরামর্শ দিয়ে দিবে। এবং এই (BMI স্বাস্থ ক্যালকুলেটর) এপে বিএমআই সম্পর্কিত সকল ধরনের প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবেন (FAQ) Section-এ।