ধর্ম কেবল আমাদের বিশ্বাস নয়,এর শিকড় এবং পরিধি আরো গভীরে।ব্যক্তি,পরিবার ও সমাজ নিয়ন্ত্রনের অন্যতম হাতিয়ার ধর্ম। খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে প্রণীত হাম্বুরাবী আইন হতে শুরু করে শতাব্দীর পর শতাব্দীব্যাপী যে শাসন কাঠামো গড়ে উঠেছে প্রত্যেকটি জায়গায় রয়েছে ধর্মের প্রভাব।
ধর্ম এবং ধর্মান্তরের ইতিহাস সুপ্রাচীন। ধর্মান্তরিত ব্যক্তির প্রতি প্রত্যেকটি ধর্ম এবং প্রত্যেক সমাজের অবস্থানই অভিন্ন। ধর্ম এবং ধর্মান্তরের কালানুক্রিমক পর্যায় নয়, আমার আজকের আলোচ্য হিন্দু হতে ধর্মান্তরিত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার-