#ছহীহ ছালাত (বিশুদ্ধ নামায) শিক্ষা
#Sahih #Salat #bisuddha #Namaj #shikkha
ক্বিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার ছালাতের। ছালাতের হিসাব সঠিক হ’লে তার সমস্ত আমল সঠিক হবে। আর ছালাতের হিসাব বেঠিক হ’লে তার সমস্ত আমল বরবাদ হবে। পবিত্র কুরআনে সর্বাধিকবার আলোচিত বিষয় হ’ল ছালাত। নবুঅত প্রাপ্তির পর থেকেই ছালাত (নামায) ফরয হয়। মুমিন ও কাফির-মুশরিকের মধ্যে পার্থক্য হ’ল ‘ছালাত’। রাসুলুল্লাহ ছাঃ -এর দেখানো পদ্ধতিতে ছলাত আদায় করতে হবে। তাই ছহীহ ছালাত (বিশুদ্ধ নামায) শিক্ষার বিকল্প কিছু নেই। ছহীহ ছালাত (বিশুদ্ধ নামায) শিক্ষা অ্যাপটিতে তুলনামূলক বিশুদ্ধ হাদীছ সমূহকে প্রাধান্য দেওয়া হয়েছে।
আসুন আমরা নিজেরা পবিত্র কুরআন সুন্নাহের আলোকে চলতে ইসলামের ছহীহ জ্ঞানার্জন করি, অন্যদের ও আহবান করি।