যে কোন রোগের চিকিৎসা র জন্য আমাদেরকে প্রথমে যে বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে তা হোল সকল রোগের প্রাথমিক অবস্থায় কি করনীয় ? কারন অনেক সময় দেখা যায় যে, সমস্যার সাথে সাথেই উপযুক্ত চিকিৎসা সেবা দেয়া বা পাওয়া সম্ভব হয়না, তাই আমাদের সকলেরই যদি প্রাথমিক চিকিৎসা সম্পর্কে কিছু না কিছু ধারনা বা জ্ঞান থাকে তবে অনেক সময় রোগীর আসন্ন বিপদ থেকে সেবা পেতে বা সেবা দিতে সহজ হয়, পাশাপাশি অনেক বড় ধরনের বিপদের হাত থেকেও রক্ষা পাওয়া যায়।
Show More
Show Less
More Information about: first aid bd প্রাথমিক চিকিৎসা prathomik chikitsa