আমাদের আজকের বাংলা অ্যাপ টির মূল বিষয় হচ্ছে নাক,কান ও গলার বিভিন্ন রোগ নিয়ে আলোচনা ও সমাধান বিষয়ক টিপস।যে কোনও রোগ এর সামান্যতম লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তার এর কাছে সব সময় যাওয়া সম্ভব হয়না।এছাড়া প্রাথমিক ভাবে নাক বা গলায় কোনও সামান্যতম সমস্যা দেখা দিলেও খুব ই অস্বস্তি বোধ হয়।তাই জেনে রাখা ভাল যে নাক কান বা গলায় কি ধরনের সমস্যা গুলো হতে পারে,এর কারন ও লক্ষণ গুলো জানা অত্যাবশ্যক।আমাদের অ্যাপ টি থেকে বিস্তারিত ভাবে জানা যাবে নাকের ঠান্ডা শর্দি থেকে শুরু করে পলিপ জাতীয় সমস্যা গুলোর লক্ষন,কেন হতে পারে ও সমাধান কি।এছাড়া কান এর নানা রোগ ও গলার যাবতীয় রোগ নিয়ে আলোচনা করা হয়েছে।স্বাস্থ্য ও সেবা নিয়ে সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে,মেডিসিন গাইড অনুসরণ করতে হবে।তবেই যে কোন ও রোগ এর মোকাবেলা করা সম্ভব।