নমস্কার
আপনাদের সবাইকে আমাদের এই হিন্দু ধর্মের সকল দরকারি মন্ত্র bangla vogbot gita আপ্লিকেশনে স্বাগতম।
প্রিয় কৃষ্ণ ভক্তগন আমাদের এই হিন্দু ধর্মের সকল দরকারি মন্ত্র আপ্লিকেশনের মূল উদ্দেশ্য হচ্ছে হিন্দু ধর্মের বিভিন্ন অজানা বিষয় গুলোকে আপনাদের সামনে তুলে ধরা।
আমরা এমন অনেক কিছুই প্রতিনিয়ত করছি যার ব্যাখা নিজেরাই জানি না। হয় করছি মানুষেরটা দেখে দেখে, না হয় করছি মানুষেরটা শুনে শুনে। কিন্তু এর মূল কারন টা আমরা অনেকেই জানি না...!
আর আমরা চেষ্টা করছি সেই ছোট ছোট হিন্দু ধর্মের বিভিন্ন অজানা প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার জন্য।
আবার অনেক সময় দেখা যায় ভিন্ন ধর্মের লোকজন আমাদেরকে নানা ধরনের প্রশ্ন করে থাকেন।
যেমনঃ-
১.তোমাদের ভগবান কয়জন?
২.তোমরা গাভীর দুধ খাও, কিন্তু গাভীর মাংস খাও না কেন?
৩.তোমরা প্রতিমা পূজা করো কেন?
৪.তোমরা ঢাক ডোল বাজিয়ে গান করো কেন?
এই রকমের হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। কেউ কেউ কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। আবার কেউ কেউ দিতে পারেন নি। আর তখনি অন্য ধর্মের লোকজন তাদের ধর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলবে যে আমাদেরি ধর্ম শ্রেষ্ঠধর্ম। তোমরা একটি মিথ্যা ধর্ম পালন করছো।
আর ঠিক তখনি আমাদের হিন্দু ধর্মেরপ্রশ্ন গুলোর বিষয়ে জ্ঞান না থাকার কারণে, তাদের কথাটাই সত্যি মনে হবে। তখন আমাদের কাছে মনে হবে আমাদের হিন্দু ধর্মটাই মিথ্যা। আবার কেউ কেউ এই সিদ্ধান্ত নেয় যে নিজের হিন্দু ধর্মটাই পরিবর্তন করবে। ওরে মূখ যে নিজের
ধর্মই জানে না,
সে অন্যের ধর্মে গিয়ে কি করবে।
যাই হোক আমাদের সবার হিন্দুধর্ম সম্পর্কে বিস্তারিত প্রশ্ন গুলোর উত্তর জানতে হবে।বিস্তারিত না জানতে পারলেও কিছুটা জানতে হবে।হিন্দু ধর্মের বিভিন্ন অজানা বিষয় গুলোকে জানার জন্য চেষ্টাও থাকতে হবে। পৃথিবীর আদি ধর্ম হচ্ছে আমাদের এই সনাতন ধর্ম। কিন্তু দেখেন আজ
আমাদের ধর্মটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি।
এর জন্য দায়ী আমরা নিজেরাই, কারন আমারা নিজেরা আমাদের হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে সম্পূর্ণ জানিনা ও হিন্দু ধর্ম সম্পর্কে জানতেও চাইনা কেউ যদি হিন্দু ধর্ম সম্পর্কে আলোচনা করে বা ধমের পথ অনুসরন করে চলে। তাহলে আমরা তাকে বোকা বা পাগল ভেবে ছোট চোখে দেখি।
যার ফলে অন্য ধর্মালম্বিরা হিন্দু ধর্ম নিয়ে কোন প্রশ্ন করলে তার সঠিক উত্তর দিতে পারিনা।
তাই সকলের কাছে অনুরোধ সবাই বেশি বেশি শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করি। বেদ, পুরান সম্পর্কে জানি। হিন্দু ধর্মের প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করি। অন্যদেরকেও অনুপ্রেরণা দেই যাতে সবাই সনাতন ধর্মের জন্য অনুপ্রেরণিত হয়।
তাহলেই ভবিষ্যৎতে আমাদের সনাতন ধর্ম টিকে থাকবে। নয়তো দিনে দিনে আমাদের এই সনাতন ধর্ম বিলিন হয়ে যাবে
তাই সবাই হিন্দু ধর্মের বিভিন্ন অজানা বিষয় গুলোকে সবার মাঝে বেশি বেশি শেয়ার করুন।
হরেকৃষ্ণ,