ক্ষুদ্র খামারি
ক্ষুদ্র খামারি একটি কৃষি ভিত্তিক অনলাইন ইউটিউব চ্যানেল।
বাংলাদেশের ৮০% মানুষ কৃষি কাজের উপর জিবিকা নির্বাহ করে। কিন্তু বাস্তবিক দিক বিবেচনা করলে শিক্ষিত কৃষক তার ৫% পাওয়া দুষ্কর। নতুন প্রজন্ম এখন কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী। নতুনদের সফলতাকে নিশ্চিত করার লক্ষে আমরাই প্রথম বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তিতে শুরু করতে যাচ্ছি অনলাইন কৃষি ভ্লোগিং ওয়েবসাইট সাইট। যেখানে থাকবে বাংলাদেশের শুধু মাত্র বিভাগীয় বা জেলা ভিত্তিক নয় আপনার থানা আপনার ইউনিয়নে যারা সফল খামারি আছেন তাদের খামারের প্রতিবেদন। যেখান থেকে নতুনরা পাবে অনুপ্রেরণা, জানবে কিভাবে শুরু করতে হবে একটি আদর্শ খামার। শুধু তাই নয়। সফলদের পাশা পাশি থাকবে বের্থ খামারিদের প্রতিবেদন।যেন নতুন খামারিরা জানতে পারে খামারের বের্থতার কারন কি? ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্যই এই প্রতিবেদন। খুব তারাতারি রেডি হয়ে যাচ্ছে আমাদের ওয়েব সাইট। খামার ভিজিট এবং প্রতিবেদন করতে আমাদের সাহায্য করুন।
বি:দ্র: আপনার এলাকার খামারের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমাদের সাথেই থাকুন।By installing this app you agree to the following privacy policies: