স্থানীয় সরকারের একটি গুরুত্বপূণ প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ । ইউনিয়ন পরিষদ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে ।
যেমন,
১। নাগরিক সনদপত্র
২। বিভিন্ন ধরণের প্রত্যয়ন পত্র
৩। চারিত্রক সনদ পত্র
৪। বার্ষিক আয়ের সনদ পত্র
৫। ট্রেড লাইসেন্স
৬। ওয়ারেশ কায়েম সনদ পত্র
৭। অবিবাহিত সনদ পত্র
এছাড়াও বিভিন্ন ধরনের সনদ ও প্রত্যয়ন পত্র প্রদান করে থাকে । আয়তন ভেদে এক একটি ইউনিয়ন পরিষদের আয়তন ১০-১২ কিলোমিটার হয়ে থাকে এবং ১৬-২০ টি গ্রাম নিয়ে গঠিত হয় । ইউনিয়ন পরিষদের নিকটবর্তী যে গ্রাম গুলো রয়েছে সে সকল গ্রামের সেবাগ্রহীতাগণ খুব দ্রুত সেবা পেয়ে থাকে । যে সকল গ্রাম ইউনিয়ন পরিষদের দূরে তাদের যে কোন সেবা পেতে ইউনিয়ন পরিষদে আসতে ২ থেকে ৩ ঘন্টা সময় লেগে যায় এবং সেবার আবেদন করার পরে দেখা যায় যে চেয়ারম্যান সাহেব রাজনৈতিক কারণে ও ইউপির বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কারণে ইউপির বাইরে অবস্থান করছেন , ফলে সেবাগ্রহীতাকে আবেদন করে চলে যেতে হয় এবং সনদের জন্য আবারও ইউনিয়ন পরিষদে আসতে হয় । এভাবে একজন সেবাগ্রহীতাকে সেবা নিতে দুই থেকে ৩দিন আসতে হয় ফলে সময় এবং অথ দুইটাই অপচয় হয়ে থাকে। অনেকে আবার চাকুরী সূত্রে বিভিন্ন জেলাতে অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রে ভোগান্তিটা বেশী হয়ে থাকে। এই সমস্যা সমাধানের জন্য একটি মোবাইল অ্যাপ এবং ওয়েব সাইট তৈরি করা হয়েছে । আবেদনকরী তথ্য প্রদানের পর , সে কিভাবে সেবাটি নিতে আগ্রহী তা উল্লেখ করে দিবে এবং আবেদন সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীকে এস,এম,এস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে । এর ফলে , সেবাগ্রহীতার টাকা-পয়সা এবং ভোগান্তির পরিমাণটা অধিকাংশে কমে যাবে । একটা সুন্দর ও সুখী পরিবার গঠন করায় আমদের মুল উদ্দেশ্য ।