আসন্ন ২০২২ বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2022 (বিপিএল) অষ্টম আসরের ৬ দল চূড়ান্ত। বিপিএলের এবারের আসরে চুড়ান্ত ৬ দল-
১. ফরচুন গ্রুপের ফরচুন বরিশাল
২. প্রগতি গ্রুপের সিলেট সানরাইজার্স
৩. রুপা ও মার্ন গ্রুপের ঢাকা
৪. আকতার গ্রুপের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
৫. মাইন্ড ট্রি গ্রুপের খুলনা (সম্ভাব্য নাম – খুলনা টাইগার্স)
৬. নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ানস
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এর শুরু ও শেষ হবার দিনক্ষণ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২২ সালের ২১ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের নয়া আসরের। ৬ দলের ৩৪ ম্যাচের টুর্নামেন্টের পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে।
এবারের আসরে খেলা হবে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে। এরপর থাকবে ৩ প্লে অফ (এলিমিনেটর, কোয়ালিফায়ার-১, কোয়ালিফায়ার ২) ও ফাইনাল।
টুর্নামেন্টে প্রাইজমানি হিসাবে চ্যাম্পিয়ন দলের জন্য থাকবে ১ কোটি টাকা, রানার আপ দলের জন্য থাকবে ৫০ লাখ টাকা।
মোট ৩ টি ভেন্যুতে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে। ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
নতুন এই বিপিএলে ৬ টি দল- বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা ও সিলেট। দলগুলোর মালিকানায় থাকছে যথাক্রমে ফরচুন শুজ লিমিটেড, ডেল্টা স্পোর্টস লিমিটেড (আখতার গ্রুপ), কুমিল্লা লেজেন্ডস লিমিটেড, রুপা ফেব্রিক্স লিমিটেড ও মার্ন স্টিল লিমিটেড (কনসোর্টিয়াম), মাইন্ড ট্রি লিমিটেড ও প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড।
টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে ২৭ ডিসেম্বর, ২০২১ এ রাজধানীর এক পাঁচতারকা হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফটের আগেই অবশ্য দলগুলো একটি করে লোকাল ক্রিকেটারকে ডিরেক্ট সাইন করে দলে ভেড়াতে পারবে।
একনজরে বিপিএল ২০২২ বৃত্তান্ত-
টুর্নামেন্ট শুরু- ২১ জানুয়ারি, ২০২২
ফাইনাল- ১৮ ফেব্রুয়ারি, ২০২২
দলের সংখ্যা- ৬ (বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, সিলেট)
মোট ম্যাচ- ৩৪
ফরম্যাট- ডাবল রাউন্ড রবিনের পর ৩ প্লে অফ ও ফাইনাল
ভেন্যু-
১. মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২. জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩. সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট ।
প্রাইজমানি-
চ্যাম্পিয়ন- ১ কোটি টাকা
রানার আপ- ৫০ লাখ টাকা।
After the announcement of Bangladesh Premier League, searches for BPL 2022 -2023 schedule are increasing day by day. As per the schedule, BPL 2022 will start from 21 January 2021 and will end on February 18 2022 along with the BPL Final 2022. অষ্টম আসরের চূড়ান্ত সময়সূচী ও দল ২০২২ - BPL Schedule, Match Fixture, Live tv, Live Score
The time table of Bangladesh Premier League is very tight and total of 34 matches will be played in the time frame of around 25 days. Two matches are scheduled on someday. A day is a reserve for the BPL 2021 final as per the BPL 2022 fixture. We have shared the BPL cricket 2021 schedule.
In our app:-
BPL 2022 Schedule,
BPL 2022 Team List,
Live Score of BPL 2022,
Point Table of BPL 2022 Schedule,
BPL 2022 Auction,
BPL 2022 Live Score,
BPL 2022 Point Table,
BPL 2022 Highlight,
BPL All History,
BPL All details.
Bangladesh Premier League schedule 2022.
Disclaimer:
All images are copyright of their perspective owners. All images in the app are available on public domains.
This image is not endorsed by any of the prospective owners, and the images are used simply for aesthetic purposes.
No copyright infringement is intended, and any request to remove one of the images/logos/names will be honoured.