সত্যিকারের প্রেম কিন্তু স্বর্গ থেকে আসে। তবে এই স্বর্গের ভালোবাসা সব সময় ধরে রাখা যায় না। কারণে-অকারণে সম্পর্কে বাজে বিষাদের সুর। প্রযুক্তির এই যুগে বিশ্বে সম্পর্ক যেমন খুব দ্রুত গড়ে আবার তেমনি দ্রুত ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে। তবে মনে রাখবেন প্রেম ভালোবাসার উল্টো পিঠেই বসবাস করে বিচ্ছেদ।
তবে যা কিছু হোক না কেন। যখন বিচ্ছেদ ঘটে তখন আপনার জীবন থেকে হয়তো অনেক কিছু হারিয়ে যায়। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন আপনি। কিন্তু কী করে ভুলে যাবেন আপনি এত দিন ভালোবেসে আসা খুব আপন আর প্রিয় মানুষটিকে?
সাবেক প্রেমিক বা প্রেমিকাকে দ্রুত ভুলে যাওয়ার বৈজ্ঞানিক অনেক উপায় নিয়ে লেখার চেষ্টা করেছি এই এপস এর মাধ্যমে। আশা করি আপনাদের উপকারে আসবে।
*****ধন্যবাদ*****