অনেক সময় আমার বাংলাদেশী ভাইয়েদের দেখেছি ভিসা,পাসপোর্ট,নতুন চপ, ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য জানতে অন্যের উপর নির্ভরশীল থাকে,মানে এমন - ভাই আমার ভিসাটা চেক করে দেন্না।
ভাই আমার পাসপোর্টে এত নাম্বার চপ লাগছে কি না, অনলাইনে একটু চেক করে দেন। ইত্যাদি...ইত্যাদি....
এমন অনেক বার আমিও বাঙ্গালী ভাইয়ের হেল্প করেছি। অনেক সময় ব্যস্ততা বা জামেলার কারণে অনেক কে ফিরিয়ে দিয়েছি,ভাই আমি পারবো না বলে বা আমি জানি না বলে।
কিন্তু ভাবতাম ইস এগুলো যদি ওনারা নিজেই চেক করতে পারতো। নিজের ব্যপার নিজের দ্বারা জানার মাঝেও একটা আনন্দ আছে।
এমন অনেক কে দেখেছি পাসপোর্টে ভিসা স্টিকার লাগছে কিন্তু দেশে যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে ফেরত এবং আটক হয়েছে।
কারণ তার ভিসাটা জাল/ ভুয়া। এমন হতো না যদি স্টিকার পাওয়ার আগে বা পরে অনলাইনে মালেশিয়ার ইমিগ্রেশনের ওয়েবসাইটে চেক করে দেখতো। মনে রাখবেন আপনার ইমিগ্রেশন সংক্রান্ত সকল তথ্য তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে,শুধু খুঁজে এবং সঠিক উপায়ে দেখলেই হয়।
এবার আসি আরেকটা মহামারী ব্যপার ★বিমান টিকিট★
আমার পরিচিত একজন দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটেছিলো। এবং সময় মত বিমানবন্দরেও পৌঁছে যায় কিন্তু বোডিং পাস করানোর সময় সে জানতে পারে তার টিকিটের কোন তথ্য তারে ওয়েবসাইটে নাই মানে এটা ভুয়া টিকিট। এতগুলো টাকা মার্কেটিং, এবং বাড়ি যাওয়ার আনন্দ তার নিমিষেই মাটি হয়ে গেলো। এতো আমার নিজের দেখা ঘটনা।তবে এমন ঘটনা আরও অনেক শুনেছি।
এমন হতো না সে যদি টিকিট টা অনলাইনে চেক করে দেখতো,সব ঠিক আছে কি না।
এই ব্যাপার গুলো দেখে আমি তখন ভাবতাম, কিভাবে কি করা যায় যাতে, সহজে যে কেউ তার সকল তথ্য নিজে নিজে চেক করতে পারে এবং এমন ঘটনা গুলো থেকে বাঁচতে পারে।
আর তাই আমার এই উদ্যোগ।
আশা করি এখন থেকে এই এপ্সটির মাধ্যমে খুব সহজে আপনার যাবতীয় সকল কিছু নিজেই চেক করতে পারবেন এবং দালালের প্রতারণা এবং উপরোক্ত ব্যপার গুলো থেকে নিজে বাঁচাতে পারবে। আর আপনি যদি ভিসা বা অন্য যে কেন কিছু নিজে নিজে চেক করতে না পারেন তবে দয়া করে আমাদের প্রবাসী কন্ঠ ফেসবুক পেইজে একটা মেসেজ দিবেন আমরা খুব তাড়াতাড়ি আপনাকে রিপ্লে দিতে চেষ্টা করবে