? বোলপুর শহরে আমরাই সর্ব প্রথম - হোম ডেলিভারি সার্ভিসে নিয়ে এসেছি - এবার বাড়িতে বসেই পেয়ে যান প্রত্যহ টাটকা শাক-সব্জী, ফল, চিকেন, মটন, মাছ, ডিম, গ্রোসারী, ইলেক্ট্রনিক্স, & ফাস্ট ফূড, মিনারেল ওয়াটার, কোল্ডড্রিংস, ইত্যাদি। এবং বাড়িতে বসেই ' বুকিং' করুন - বিভিন্ন রকম মালবাহি ও প্যাসেনজার গাড়ি, এছাড়াও এখানে "বুকিং" করতে পারবেন - বিউল্ডিং কনশট্রাকশন কাজের সমস্ত রকম ম্যাটেরিয়াল - ইট, বালি, মাটি, পাথর, সিমেন্ট, রং ইত্যাদি সহ সমস্ত রকম মিস্ত্রী পেয়ে যাবেন। যেমন - ইলেক্ট্রীসিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, বিউল্ডিং কনট্যাটক্টর ম্যাসোন লেবার, পেইন্টার, ইন্টেরিয়র & স্লাইডিং ডিজাইনার & হোম ক্লিনার,, গার্ডেন ক্লিনার। এবং এখানে আরও পাবেন - সমস্ত প্রকার ( ইভেন্ট ম্যারেজ বার্থডে পার্টি প্রোগ্রাম ডেকোরেশন ক্যাটারিং [বয়জ্ গ্রুপ & গার্লস গ্রুপ] বিভিন্ন রকম লাইটিং, সাউন্ড সিস্টেম ম্যানেজমেন্ট সার্ভিস ) & হোম সেলুন, হোম টেলারিং, হোম ড্রাইওয়াশ & লন্ড্রী - ইত্যাদি সার্ভিস সহ আরও অনেক গুরুত্বপূর্ণ পরিষেবা সমূহ - শুধু মাত্র একটি অ্যাপের মাধ্যমে এতো কিছু। অবশ্য আমাদের এখানে দ্রুত "ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস" উপলব্ধ আছে। তাই দেরি না করে এখুনি ডাউনলোড করুন আপনার ফোনে (প্রয়োজন অনলাইন) মোবাইল অ্যাপ এবং আজই অর্ডার বুকিং শুরু করুন।
? Fresh Vegetables, Fruits, Chickens, Muttons, Fish, Eggs, Fast Foods, Minarels Waters, Cold Drinking With Car Booking & Home Service Also Available Provide By Cash On Home Delivery, From : Bolpur Santiniketan Birbhum. So Visit & Place Your Order Now On Our Website & Mobile App. (www.proyojononline.com)
★( গ্রাহকদের উদ্দেশ্যে কিছু বিশেষ বার্তা )★
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
? আমরা শুধু মাত্র *ভেরিফায়েড সেলার* - এর কাছ থেকে পন্য দ্রব্য সামগ্রী সংগ্রহ করি এবং সেগুলো সার্বিক ভাবে যাচায়করণ ও প্যাকেট জাত করে সরাসরি অর্ডারকৃত গ্রাহকের কাছে হোম ডেলিভারি করে প্রেরণ করি।
? আমাদের পরিষেবা বর্তমানে এখন শুধু মাত্র বোলপুর শহর এবং সংলগ্ন এলাকার মধ্যে উপলব্ধ আছে, এবং খুব শীঘ্রই আমাদের সকল জেলা ও শহর ও গ্রামেও ফ্রানচাইজ দিয়ে এই পরিষেবা সার্বিক ভাবে দেওয়া হবে।
? নিয়মানুযায়ী বাজারে প্রত্যনিয়ত দ্রব্য সমূহের দাম কম বেশি হতে থাকে তাই নিয়মিত এখানে অর্ডার করার আগে ভালো ভাবে বর্তমান দাম ও নিদৃষ্ট পরিমান এবং ডেলিভারি করার সময় দেখে বুঝে অর্ডার করবেন।
? প্রয়োজনিও পন্য দ্রব্য সামগ্রী সমূহ পর্যাপ্ত পরিমানে ও 'ফ্রেশটাইমে' পেতে হলে উল্লেখিত সময়ের মধ্যে আমাদেরকে অর্ডার করবেন।
? চিকেন, মটন, মাছ - একত্রে (2/kg) পাঁচ কেজির উর্দ্ধে ও যে কোনো ডিম একত্রে 30/টার বেশি এবং যে কোনো সব্জী ও ফল একত্রে 5/kg পাঁচ কেজির উর্দ্ধে অর্ডার করলে গ্রাহকে অবশ্যয় *(আগে) প্রিপেড পেমেন্ট" করতে হবে, বিশেষ সুবিধার জন্য, T&C.
? যদিও কোনো কারণবশত আপনার অর্ডারকৃত পন্যটি বা দ্রব্য সামগ্রীটি ভাঙ্গা, নষ্ট বা খারাপ দেখে থাকেন - তাহলে অতি অবশ্যয় এই বিষয়টা আমাদেরকে (30) ত্রিশ মিনিটের মধ্যে জানাবেন, আমরা নিদৃষ্ট (ভেরিফায়েড সেলারদের) কাছ থেকে *আমাদের শর্তানুযায়ী* অবশ্যয় ওই পন্য দ্রব্যটি পরিবর্তন করে দেবো অথবা ক্রয়কৃত পন্য দ্রব্যের অর্থমূল্য আপনাকে ফেরত দেওয়া হবে। *অন্যথায় (30) মিনিটের মধ্যে ওই বিষয়টি আমাদেরকে না জানালে সেটা আর পরবর্তিতে কোনো ভাবেই ফেরত ও পরিবর্তন বা গ্রহনযোগ্য হবে না।
? অবশ্যয় এখানে অর্ডারকৃত পন্য দ্রব্য সামগ্রী & শপিং বা সার্ভিসের জন্য যদি উল্লেখিত থাকে, তার নিদৃষ্ট অতিরিক্ত ধার্য্য করা চার্জ বা (হোম ডেলিভারি চার্জ) সেটা গ্রাহককে অবশ্যয় অতিরিক্ত ভাবে আলাদা করে দিতে হবে।
? আমাদের পরিষেবার জন্য আপনার কোনো প্রকার জিঞ্জাসা বা অভিযোগ এবং কোনো সুপরামর্শ থাকলে অতি অবশ্যয় আমাদের মোবাইল নাম্বারে ফোন করে বা ইমেলের মাধ্যমে জানাতে পারেন, সকলকে আন্তরিক ধন্যবাদ।
★ Our Official Address ★
Bolpur. Santiniketan. Birbhum. Wb
(www.proyojononline.com)
★ Our Contac Number ★
+918906713251, +917001468704
+917063533751, +917365908351
★ Our Official Mail Id ★
[email protected]