ইসলামের সৌন্দর্য সম্পর্কে আসলে কী বলে? চলুন, দেখা যাক।
ইসলামে কুরআন ও সুন্নাহ পালনের ক্ষেত্রে আমাদের যদি কোনো সমসার মুখোমুখি হতে হয় তবে তার সমাধানও আল্লাহ রব্বুল আলামিন কুরআনে দিয়েছেন,
কুরআন অবতীর্ণ হওয়ার পূর্বে পুরুষরা নারীদের উপর নানা ধরনের অন্যায়-অত্যাচার করতো। কুরআনে নারীর মর্যাদা যেভাবে উত্থাপন করা হয়েছে আর কোথাও এরকম উল্লেখ নেই।
ইসলাম মানবজাতিকে সমতা দান করেছে। ইসলাম ঘোষণা দিয়েছে যে সকল মানুষ ধনী-গরীব, জাতীয়তাবাদ, বর্ণবাদ সবকিছুর ঊর্ধ্বে। শুধুমাত্র ধার্মিকতার সাপেক্ষেই এদের আলাদা করা যায়। ইসলামে যাকাতের বিধান রয়েছে যার দ্বারা ধনী ও গরিবের মাঝের পার্থক্য ঘুচে যায়। ইসলাম দরিদ্রের হক হিসেবে যাকাত চালু করেছে, যার দ্বারা সে পরবর্তীতে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।
রাব্বুল আ'লামীন আমাদের সবাইকেই ইসলামের সৌন্দর্য বোঝার তৌফিক দান করুন, আমরা যেন তাঁর আদেশ-নিষেধ জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলতে পারি এবং নিজেদের আচরণ দ্বারা ইসলামের মহিমান্বিত রূপ সকলের নিকট তুলে ধরতে পারি। আমিন।