"ক্রীতদাস থেকে সাহাবী" মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে পাঠিয়ে জীবন পদ্ধতি হিসেবে কোরআন দান করেছেন। আর এ কোরআনকে সঠিকভাবে জীবনে প্রয়োগ করেছেন মহানবী হজরত মুহাম্মাদ (সা.)।
যারা তাঁর সান্নিধ্যে এসে তাঁকে অনুসরণ করেছেন তাঁরাই হলেন সাহাবী। সাহাবীদের সম্পর্কে মহানবী হজরত মুহাম্মাদ (সা.) বলেন, 'আমার সাহাবীগণ তারকার ন্যায়। তোমরা যারই অনুসরণ করবে হেদায়াতপ্রাপ্ত হবে।’ কেন তারা অনুসরণীয় নিচের ঘটনা থেকে তা সহজেই অনুমেয়।
"ক্রীতদাস থেকে সাহাবী" হজরত ওমর (রা.) এর গোলাম হজরত আসলাম (রা.) বলেন, আমি একবার হজরত ওমর (রা.) এর সঙ্গে মদীনার নিকটবর্তী হাররার দিকে যাচ্ছিলাম। হঠাৎ মরুভূমির এক জায়গায় আগুন জ্বলতে দেখা গেল। হজরত ওমর (রা.) এর নির্দেশে আমরা সেখানে গিয়ে একজন মহিলাকে দেখতে পেলাম, যার সঙ্গে কয়েকটি শিশু সন্তান ছিল। বাচ্চাগুলো কান্নাকাটি ও চিৎকার করছিল। পানিভর্তি একটি পাত্র চুলার ওপর বসানো ছিল আর নিচে আগুন জ্বলছিল।