মুসলিম কি নির্দিষ্ট কোন মাযহাবের অনুসরণ করতে বাধ্য?
মানুষদেরকে নির্দিষ্ট কোন মাযহাবের অনুসরণ করতে বাধ্য করেন নি। বরং তিনি তাঁর আনুগত্য করা আবশ্যক করে দিয়েছেন। কেননা রাসূল (স:)যা নিয়ে এসেছেন, হক্ব তারই মধ্যে সীমাবদ্ধ।
সুতরাং কোন একনিষ্ঠ ব্যক্তি যদি একটু ভেবে দেখেন, তাহলে তার কাছে বিষয়টি সুস্পষ্ট হবে যে, দলীল ছাড়া নির্দিষ্ট কোন ইমামের মাযহাবের তাক্বলীদ করা বড় অজ্ঞতা ও ভয়াবহ বিপদের নামান্তর।
বরং তা নিছক প্রবৃত্তির অনুসরণ ও স্বজনপ্রীতি বৈ কিছু নয়। মুজতাহিদ ইমামগণও এর বিরোধিতা করেছেন। যেমনটি তাদের উক্তিতে আমরা দেখেছি।
অতএব যে ব্যক্তি দলীলের অনুসরণ করবে সে স্বীয় ইমামসহ সকল ইমামেরই অনুসরণ করবে এবং কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল (স:) এর অনুসারী হিসেবে বিবেচিত হবে।
আর যদি দলীল ছাড়া তাক্বলীদকে দৃঢ়ভাবে ধারণ করে ও মেনে নেয়, তাহলে সে তাদের মাযহাব থেকে বহির্ভূত বলে গণ্য হবে। কেননা তার ইমাম যখন দুর্বল হাদীসের পরিবর্তে সহীহ হাদীস পেয়ে যান, তখন তিনি স্বীয় অভিমত ত্যাগ করে হাদীসের অনুসরণ করেন। সুতরাং এক্ষেত্রে তাক্বলীদের গোঁড়া অনুসারী; আল্লাহ্ ও তাঁর রাসূল (স:)এর অবাধ্যকারী ও প্রবৃত্তির অনুসারী হিসেবে বিবেচিত হবে।
প্রতিদিনের জীবনে আমারা বিভিন্ন ধরেনের কাজ করি যেমন সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা আমাদের প্রতিটি কাজ কিন্তু সুন্নাতের সাথেই করতে পারি।
সেই জন্যে আমাদেরকে জানতে হবে সুন্নাত গুলি কি কি আছে যা আমরা আমল করে আমাদের সারাদিন আমলের সাথে নেকির সাথে অতিবাহিত করতে পারি।
সেই জন্যে আমি নিয়ে আসলাম একটি এপ যেটাতে রয়েছে ১০০০+ এর বেশি সুন্নাত।
আল্লাহ চাইলে(اِنْشَاءَ اللَّهُ) আপনি এই সুন্নাত সমূহ গুলি আমল করতে পারেন, যার মাধ্যমে আমল আখলাক্বে আরো উন্নতি হবে এবং আল্লাহ'র নৈকট্য হাসিল হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘য়ালা বলেছেন-
"বলুন , যদি তোমরা আল্লাহকে ভালবাস, তাহলে আমাকে অনুসরণ কর, যাতে আল্লাহ ও তোমাদিগকে ভালবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ালু।" (আল-কুরআন, সূরাঃ আল-ইমরান, আয়াতঃ ৩১)
এই সহীহ ফিক্বহুস সুন্নাহর আলোকে Application টি আপনাদের কেমন লাগলো ভালো/মন্দ অবশ্যই জানাবেন। ধন্যবাদ!