জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স বাংলা বিভাগের ছাত্র-ছাত্রী বৃন্দ।
আসসালামু আলাইকুম
আপনাদের সহযোগিতায় আমরা একটি নির্ভূল সাজেশন তৈরির উদ্যোগ নিয়েছি। আমরা যে সমস্ত কোম্পানির সাজেশন পড়ি না কেন সব সাজেশনেই অসংখ্যা ভূল থাকে যা থেকে আমাদের বিভ্রান্তিতে পড়তে হয়। তাছাড়া সাজেশনে কোন ভূল ধরা পড়লে আমরা তা সংশোধনের জন্য অনুরোধ করতে পারি না, তাই বছরের পর বছর সবাই এই ভুলে ভরা সাজেশন পড়ে নাম্বার কম পাচ্ছে। অনেকে আছে যারা চাকরির পাশাপাশি পড়াশোনা করে তাদের মূল বই পড়ার সময় থাকে না তাই তাদের জন্য এই ভূলে ভরা সাজেশন আরো ভংকর কারন সাজেশন যা থাকে তারা তাই পড়ে, মূল বই না পড়ার কারনে ভুলটা ধরতে পারে না, এই কারনে তারা অকৃতকার্য ও হতে পারে। তাই আমরা উদ্যেগ নিয়েছি নির্ভূল সাজেশন তৈরি করার। যা থেকে ধাপে ধাপে পরবর্তী বছরের ছাত্র-ছাত্রী উপকৃত হবে।
এই বিশাল আকারের ভূল সংশোধন করা আমাদের পক্ষে সম্ভব না তাই বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীরা এগিয়ে আসুন। সাজেশনটি পড়ুন এবং আমাদের কৃত ভুল আমাদের জানান আমরা সংশোধন করবো। এভাবেই আমাদের সাজেশনটি হয়ে উঠবে একদম নির্ভূল।
ইতোমধ্যে আমরা ৫০ ভাগ সংশোধন করে ফেলেছি।
সকলেই আমাদের সাথে থাকবেন আশা করছি।