অ্যাপটির মাধ্যমে খুব সহজেই যে কেউ গোলকাঠ এবং চিড়াইকাঠ এর পরিমান সিএফটিতে বাহির করতে পারবে।
গোল কাঠের পরিমান নির্ণয় করার জন্য বেড়ের মাপ ইঞ্চিতে এবং দৈর্ঘ্য বা লম্বা অবশ্যই ফুট এবং ইঞ্চিতে দিতে হবে। দৈর্ঘ্য যদি রাউন্ড ফুট হয় তাহলে ইঞ্চির ঘরে অবশ্যই ০ (শূন্য) দিতে হবে। অপচয় ২১.৫% এবং ব্যাবহার উপযোগী কাঠ পাওয়া যাবে ৭৮.৫%।
চিড়াই কাঠের পরিমান নির্ণয় করার জন্য প্রস্থ ইঞ্চিতে, পূরুত্ব ইঞ্চিতে এবং দৈর্ঘ্য বা লম্বা অবশ্যই ফুট এবং ইঞ্চিতে দিতে হবে। দৈর্ঘ্য যদি রাউন্ড ফুট হয় তাহলে ইঞ্চির ঘরে অবশ্যই ০ (শূন্য) দিতে হবে।