আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ !!!
কেমন আছেন, আশা করি ভালো আছেন।
শবে কদরের ফজিলত, লাইলাতুল কদরের নামাজের নিয়ম কানুন।
*** শবে কদর আরবি: لیلة القدر) আরবিতে লাইলাতুল কদর। এর অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। আরবি ভাষায় ‘লাইলাতুন’ অর্থ হলো রাত্রি বা রজনী এবং ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান।
এ ছাড়া এর অন্য অর্থ হলো—ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা। ইসলাম ধর্ম অনুসারে, এ রাতে ইসলামের মহানবী, মুহাম্মদের অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত পুণ্যময় ও মহাসম্মানিত হিসেবে পরিগণিত।
আমরা সকল মুসলিম ভাই কদরের রাতে আমল করার চেষ্টা করব। এবং গুনাহের কাজ থেকে বিরত থাকব।
আমাদের অ্যাপটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত ব্যাক্ত করবেন।