ভুল বা পাপ সবাই করে কিন্তু পাপ করার সাথে সাথে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন । তাই আপনাদের জন্য কিভাবে তওবা করলে আল্লাহ মাফ করবে এবং তওবার গুরুত্ব ও ফজিলত নিয়ে সাজানো হয়েছে আমাদের এই তওবার নিয়ম ও ফজিলত অ্যাপটি।
‘তওবা’ শব্দের আভিধানিক অর্থ হলো ফিরে আসা বা বিরত থাকা অর্থাৎ তওবা করে পাপাচার ত্যাগ করে পূর্বাবস্থায় ফিরে এসে সৎ পথে চলা। শরিয়তের পরিভাষায় শয়তানের প্ররোচনায় কোনো পাপকাজ করে ফেললে তা বুঝে আসামাত্র দুঃখিত-অনুতপ্ত ও লজ্জিত হয়ে তা তাৎক্ষণিক পরিত্যাগ করে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করে এই প্রতিজ্ঞা করা যে, ভবিষ্যতে তা আর কখনোই করব না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যারা অসৎ কাজ করে তারা পরে তওবা করে অনুতপ্ত হলে ও ইমান আনলে তোমার প্রতিপালক তো পরম ক্ষমাশীল, অতি দয়ালু।’ (সূরা আল-আরাফ, আয়াত: ১৫৩)
মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য।কিন্তু আমরা দুনিয়ার মোহে পরে আল্লাহ তাআলাকে ভুলে যাই।কিন্তু কোন বিপদ আপদে পড়লে তখন আমরা আল্লাহকে সরণ করি।তখন আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া ইস্তেগফার করতে হয়।কারণ আল্লাহ তাআলার রাজি খুশি হয়ে গেলে আমাদের এস্তেগফার তওবা ও তাওবার দোয়া কবুল হলে আমাদের ইহ জীবন পরকালের জীবন খুব সুন্দর হবে।আমরা সবাই অবশ্যই চেষ্টা করব পাঁচ ওয়াক্ত নামাজের শেষে তওবা ও রাতে ঘুমানোর আগে, হাটতে চলতে আল্লাহর কাছে তাওবা করা,মাফ চাওয়া নিজেদের কৃতকর্মের জন্য...চলুন জেনে নেই তওবা ইস্তেগফার পড়ার নিয়ম গুলো। এখানে আরও পাবেন তওবা করার দোয়া,তওবা ও ইস্তেগফার কিভাবে করবেন, তওবা কবুলের শর্ত, তওবা করার সেরা দোয়া, তওবা করে ইসলামে ফিরে আসার ঘটনা, তওবার হাদিস সহ আর অনেক কিছু।
ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ করা। আমরা আমাদের সব কিছু নিয়ে আল্লাহওর কাছে আত্মসমর্পণ করে তওবা করার মাধ্যমে পাপ মচন করব । ৪ টি ইস্তেগফার রয়েছে কিন্তু যে ইস্তেগফার টি সেরা সেই তওবা করার দোয়াটি পড়বেন । পাঁচ উয়াক্ত নামজের পর তওবা ইস্তেগফার পড়া উচিত। আপনি যদি সঠিক ভাবে তওবা করতে পারেন তাহলে অবশ্যই তার ফল পাবেন।
আশাকরি, তওবার নিয়ম ও ফজিলত অ্যাপটি ব্যবহার করে আপনারা প্রাত্যাহিক জীবনের পাপ গুলো থেকে দূরে থাকুন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ব্যবহার করার সুযোগ করে দিবেন।
অ্যাপটি ভাল লাগলে অবশ্যই পজিটিভ রেটিং দিতে ভুলবেন না । এটি অন্য ইউজারদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
ধন্যবাদ ।
বিঃ দ্রঃ এই অ্যাপ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ অভিমত আমাদের একান্ত কাম্য। ইমেইলের মাধ্যমে আপনার পাঠানো অভিমতের ভিত্তিতেই এই অ্যাপের উন্নয়ন ও সংশোধনে আমরা জরুরী পদক্ষেপ গ্রহণ করব।