জরুরী প্রয়োজনে রক্ত গ্রহন ও রক্ত দানের খুবী প্রয়োজন এমন একটি সময় ছিল যখন মানুষ রক্তদানে অনুপ্রাণিত ছিলো না পুরা ব্যাপারটা কে অনেক ক্ষতিকর ভাবতো নিজের শরিরের জন্য, কিন্তু সময় ও শিক্ষার উন্নতীর কারনে বর্তমান মানুষ স্বইচ্ছা রক্ত দিতে আগ্রহী হয়ে উঠেছে, রক্ত দাতা নিজের আপনজন কে ত ভটেই অপরিচিত ব্যক্তির জীবন বাচাতে ও রক্তদানে প্রস্তুত,রক্তদানে যেমন আমরা মানুষকে অনেকটা আগ্রহী করে তুলেছী ঠিক ততোটা আগ্রহী করতে হবে রক্তবিষয়ক তথ্যাবলীতে জানাতে, তাই আমরা তৈরি করেছি রক্ত সম্পর্কে হাজারো তথ্য নিয়ে অ্যপ "রক্ত তথ্য" এই অ্যাপটিতে সঠিক রক্তদাতা, সঠিক রক্ত গ্রহীতা ও ব্লাড গ্রুপিং, রক্ত বিষয়ক প্রাসঙ্গিক তথ্য বলী ও আপনার ব্লাড এর শতকার % কতো, আরো অনেক তথ্যাদী নিয়ে তৈরি এই অ্যপটি যা আপনাদের সঠিক রক্তদানে অনেক ভূমিকা পেলভে।
আপনার প্রয়োজনে বিভিন্ন ব্লাড বংকের নাম্বার ও ঠিকানা সংগ্রহ করা হয়েছে জরুরি প্রয়োজনে সবারি রক্তের প্রয়োজন হতে পারে। রক্ত দেওয়া নেওয়ার না অভিজ্ঞতা থাকলে আমাদের পড়তে হতে পারে ভয়ংকর দুর্ঘটনায়। এই সমস্যার সমাধান নিয়ে যে সব প্রতিষ্ঠান নিরলস কাজ করছে তারা হল ব্লাড ব্যাংক। যেখানে থেকে আপনি আপনার দরকারি সময় রক্ত সংগ্রহ করতে পারেন।
# Select your gender and tap on next.
# Finding your baby’s probable blood group.
# Blood donation and receiving information.